প্রকাশ : ২৬ অক্টোবর ২০২২, ১৯:৩৮
হত্যা মামলার আসামী পুরাণবাজারের হেলাল ফেন্সিডিলসহ গ্রেফতার

চাঁদপুর শহরের পুরাণবাজার নতুন রাস্তায় সংঘটিত একটি হত্যা মামলার এজহারভুক্ত আসামী হেলাল ফরাজীকে ১৫ বোতল ফেন্সিডিল সহ আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। ২৬ অক্টোবর বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়্যারলেছ এলাকা থেকে চাঁদপুর সদর মডেল থানার এএসআই মোঃ শহীদ উল্ল্যাহ, হেলাল উদ্দিন ও সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে আটক করে।
|আরো খবর
এ বিষয়ে এএসআই শহীদ উল্লাহ ও হেলাল উদ্দিন জানান, আটক হেলাল চাঁদপুরের একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ স্যারের নির্দেশনায় ভোররাতে শহরের ওয়্যারলেছ এলাকা থেকে ১৫ পিচ ফেন্সিডিলসহ আসামিকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে মাদক মামলা রুজু করে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, চাঁদপুর শহরের পুরাণবাজার সুইপার কলোনী সংলগ্ন নতুনরাস্তায় গত দুই বছর আগে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শামিম নামে একজন পথচারী নিহত হয়। এ ঘটনায় যে মামলা হয়, সেই মামলার এজহারভুক্ত আসামি ছিলেন এই হেলাল।