শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ২৯ জুলাই ২০২১, ১৮:৩৭

লকডাউনে কঠোর অবস্থানে হাইমচর উপজেলা প্রশাসন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
লকডাউনে কঠোর অবস্থানে হাইমচর উপজেলা প্রশাসন

মহামারী করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘোষিত লকডাউন বাস্তবায়নে তৎপর রয়েছেন হাইমচর উপজেলা ও থানা প্রশাসন। বাজার মনিটরিংসহ গুরুত্বপূর্ণ স্পটগুলোতে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। অভিযান চলাকালীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল। এতে ৫টি মামলায় ৩ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।

আজ ২৯ জুলাই বৃহস্পতিবার সকাল থেকে উপজেলা সদর আলগী বাজার, জনতা বাজার, হাওলাদার বাজার, আমতলী বাজার ও কালাচকিদার মোড়ে বাজার মনিটরিংসহ গুরুত্বপূর্ণ স্পটে অভিযান পরিচালিত হয়। লকডাউন বাস্তবায়ন ও সামাজিক দুরত্ব নিশ্চিতে দিনব্যাপী টহলে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল সর্বসাধারণের উদ্দেশ্যে বলেন, সকলে স্বাস্থ্যবিধি মেনে চলাসহ মাস্ক পরিধান করতে হবে। অকারণে বাহিরে ঘোরাঘুরি করা যাবেনা। নিজেকে সুস্থ রাখতে এবং পরিবারকে সুস্থ রাখতে ঘরে থাকার বিকল্প নেই।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ নাজমুল হুদা, হাইমচর থানা এসআই সঞ্জিত কুমার সহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়