শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৮ জুলাই ২০২১, ২২:০৩

এবার চাঁদপুরে ইএনও'র হানা বিয়ে বাড়িতে!

কামরুজ্জামান টুটুল
এবার চাঁদপুরে ইএনও'র হানা বিয়ে বাড়িতে!

লকডাউনের মধ্যে রাতে অনুষ্ঠিত হচ্ছিল হিন্দু পরিবারের এক মেয়ের বিয়ে। কিছুক্ষণের মধ্য লগ্ ন শুরু হবে। চারদিকে বিয়ের বাড়ির আনন্দ। বাড়ির সামনে গেইট লাইটিংসহ সব প্রস্ততি বিকেলের মধ্যে সম্পন্ন করা হয়েছা। লগ্ন ঘনিয়ে আসার সাথে সাথে বরযাত্রী কনের বাড়ির কাছাকাছি চলে এসেছে। ঠিক এমন মুহুর্তে বিয়ে বাড়িতে স্বয়ং ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের হানা। কঠোর লকডাউনে অনুষ্ঠান করে বিয়ে হয় কি করে ?

বিয়ে হবে তবে অনুষ্ঠান হবে না। সব অনুষ্ঠান বন্ধ। মাত্র ৪/৫ জনের উপস্থিতিতে লগ্ন ঠিক রেখে বিয়ের কার্য সম্পন্ন হবে। এটা ম্যাজিস্ট্রেটের নির্দেশ। শেষ পর্যন্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে বর কনের উভয় পক্ষের ৪ জনের উপস্থিতিতে ঘরের মধ্যে বিয়ের আয়োজন সম্পন্ন হলো।

হ্যাঁ এটি কোন সিনেমা বা নাটকের দৃশ্য নয়,ঘটনাটি বুধবার রাতে হাজীগঞ্জের ধড্ডা এলাকার একটি হিন্দু পরিবারের বিয়ের ঘটনা। ভ্রাম্যামাণ আদালতের ম্যাজিস্ট্রেট হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।

আদালত সূত্র জানা যায়, আদালতের কাছে খবর আসে কুমিল্লার লাকসাম এলাকার অমল চন্দ্রের মেয়ে রুপালী ১৮ (ছদ্দনাম)কে ধড্ডা তার নানার বাড়িতে এনে হাজীগঞ্জের উচ্চঙ্গা গ্রামের হারাধনের ছেলে কমল দাসের সাথে অনুষ্ঠান করে লোকজন দাওয়াত দিয়ে বিয়ে দেয়া হচ্ছে। এমন খবরে রাতেই বিয়ে বাড়িতে এসে ঘটনার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত। লকডাউনের মধ্যে এমন অনুষ্ঠান হতেই পারেনা। এরপরেই আদালতের নির্দেশে বিয়ে বাড়ির গেট খুলে ফেলাসহ সকল অনুষ্ঠান বন্ধ করে দেয়া হয়।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার জানান, হিন্দু বিয়ের লগ্ন একটা বড় বিষয়। তাই আমরা লগ্ন ঠিক রেখে অনুষ্ঠান বন্ধ করে ঘরের মধ্যে বিয়ের কাজ শেষ করার জন্য ব্যবস্থা করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়