প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ১৮:০০
ফরিদগঞ্জে অবৈধ ড্রেজার ধ্বংস
চলমান লকডাউনের সুযোগে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় অবৈধ ভাবে বালি উত্তোলনকারী দুইটি ড্রেজার ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৭ জুলাই) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ১২নং চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের পুটিয়া গ্রামে অবৈধ ড্রেজারের স্পটে গিয়ে ২টি ড্রেজার মেশিন ও মেশিনের পাইপ গুলো ধ্বংস করে দেয়। ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল আদালতেকে সহযোগিতা করেন।
|আরো খবর
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, লকডাউনের সুযোগ নিয়ে অবৈধ ভাবে ড্রেজার চলার সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে তা ধ্বংস করে দিয়েছি। তবে কাউকে পাইনি।