প্রকাশ : ২৩ জুন ২০২২, ০০:০০
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির ফল উৎসব

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ জুন বুধবার সন্ধ্যায় ফল উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ কামাল উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন। ফল উৎসবের সাবিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির সদস্য অ্যাডঃ সাইফুল ইসলাম পাটওয়ারী, অ্যাডঃ ওমর ফারুক টিটু, অ্যাডঃ নুরুল আমিন খান, অ্যাডঃ জসিমউদ্দীন-২ (মতলব) ও অ্যাডঃ শাহাদাত হোসেন।
|আরো খবর
অনুষ্ঠানে দেশীয় ফলসহ বিভিন্ন জাতের ফলের ব্যবস্থা করেন আয়োজকরা। ফল উৎসবে আয়োজকদের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আইনজীবী সমিতির সদস্যরা ও তাদের সন্তানরা গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ সেলিম আকবর, সিনিয়র আইনজীবী মোবারক হোসেন, আমিন আহমেদ, মিজানুর রহমান, সাইয়েদুল ইসলাম বাবু, মাইনুল ইসলাম, লক্ষ্মী রাণী দত্ত, রুমানা আফরোজ কান্তাসহ আইনজীবীগণ।