মঙ্গলবার, ০৮ জুলাই, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২১ জুন ২০২২, ০০:০০

কচুয়ায় ১০ কেজি গাঁজাসহ আটক ২

কচুয়ায় ১০ কেজি গাঁজাসহ আটক ২
মোহাম্মদ মহিউদ্দিন ॥

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকা থেকে সোহেল প্রকাশ শুক্কুর আলী (২৯) ও মোঃ শুভ (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ। গতকাল ২০ জুন সোমবার সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সিএনজি স্কুটার থেকে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সোহেল প্রকাশ শুক্কুর আলী মতলব দক্ষিণ উপজেলার দশপাড়া গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। অপর মাদক ব্যবসায়ী ঢাকার রায়েরবাগ এলাকার ইব্রাহীম মিয়ার ছেলে।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়