প্রকাশ : ১৭ জুন ২০২২, ১৮:৪০
হাজীগঞ্জ ও মতলবের মাদক কারবারি কুমিল্লায় আটক

চাঁদপুরের হাজীগঞ্জ ও মতলব দক্ষিন উপজেলার দুই মাদক কারবারিকে কুমিল্লা থেকে কুমিল্লা র্যাব-১১ এর চৌকুষ একটি দল অভিযান চালিয়ে আটক করে। এ সময় এদের কাছ থেকে ৪০ কেজি গাঁজা, ২ বোতল বিয়ার এবং ১১ বোতল বিদেশী মদ জব্দ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক ও একটি পিকআপ ট্রাক জব্দ করা হয়। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক কারবারিরা হলেন হাজীগঞ্জে পশ্চিম রাজারগাঁও গ্রামের হাওলাদার বাড়ির মৃত আবিদ হাওলাদারের ছেলে মো. ইমান হোসেন (৪৫) ও মতলব দক্ষিণ থানার দক্ষিন দিঘলদী গ্রামের মো. বাসারের ছেলে মো. ইউসুফ আলী ওরফে আবু হাসান (২৫)। ইমাম স্থানীয় রাজারগাঁও পশ্চিম বাজারে চায়ের দোকান রয়েছে ও জব্দকৃত ট্রাকটি হাসানের নিজের বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা জেলার লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান।