প্রকাশ : ০৭ জুন ২০২২, ১৯:৩৮
কচুয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কচুয়ায় সাড়ে সাত কেজি গাজাসহ এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে কচুয়া থানা পুলিশ। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার ওসি মো: মহিউদ্দিনের নেতৃত্বে এসআই রাজ্জাক আহাম্মদ ও সঙ্গীয় ফোর্স নিয়ে বোগদাদ বাসে তল্লাশি চালিয়ে সাড়ে সাত কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। চাঁদপুর - কুমিল্লা আঞ্চলিক সড়কের কচুয়ার উপজেলার খাজুরিয়া এলাকায় বাসে অভিযান চালিয়ে কামাল হোসেন (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কামাল হোসেন নীলফামারী জেলার জলঢাকা উপজেলার পশ্চিম বালা গ্রামের মৃত মহিদুল ইসলামের ছেলে । কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন জানান, এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।