প্রকাশ : ০৫ জুন ২০২২, ১৯:২৪
কুমিল্লায় নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা করেন আইনজীবীরা
স্টাফ রিপোর্টার

১৫ জুন অনুষ্ঠিতব্য কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে রোববার দুপুর ২টায় নগরীর মোগলটুলী হতে রাজগঞ্জ, কাপড়িয়াপট্টি, ছাতিপট্টি, গোয়ালপট্টি, চকবাজার হয়ে পুনরায় রাজগঞ্জ ট্রাফিক মোড় পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এরপক্ষে নৌকা সম্বলিত লিফলেট বিতরণসহ গণসংযাগ করেন সম্মিলিত আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ কুমিল্লা জেলা শাখার নেতৃবৃন্দ।
এতে অংশ নেন- বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত এর নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট ইউনুছ ভূঁঞা ও সদস্য সচিব সাবেক জেলা পিপি এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ হারুনর রশীদ, সাবেক সেক্রেটারি এডভোকেট সৈয়দ নুরুর রহমান, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-০১ এর পিপি এডভোকেট প্রদীপ দত্ত, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-০৩ এর পিপি ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগ এর আইনবিষয়ক সম্পাদক এডভোকেট মোঃ আমজাদ হোসেন, কুমিল্লা স্পেশাল আদালতের স্পেশাল পিপি এডভোকেট আব্দুল হামিদ মানিক, এডভোকেট মোহাম্মদ আবদুস সোবহান, এড. প্রমোদ রঞ্জন ভৌমিক, এড. মোঃ রফিকুল ইসলাম (৪), এড. মোঃ মাসুদুর রহমান সিকদার, এডভোকেট আমিনুল ইসলাম, এড. মোঃ ইলিয়াছ মিন্টু, এডভোকেট আবুল কালাম আজাদ (তমাল), এড. ওবায়েদ উল্লাহ সরকার, এড. আশরাফুল আলম চৌধুরী এনাম, এড. মিজানুর রহমান (৩), এড. মোঃ মহসিন ভূঁইয়া, এড. রেবেকা সুলতানা, এডভোকেট খোরশেদ আলম, এডভোকেট আশিকুর রহমান জুয়েল, এডভোকেট এ,এম,এম মঈন, এডভোকেট আমির হোসেন খান, এড. আবদুর রহমান, এড. আনোয়ারুল হক (দীপু), এড. মোঃ ইকবাল হোসেন, এড. এ,এইচ,এম, শওকত হাসান দিদার, এড. মোহাম্মদ এনামুল হক মাসুম, এড. মোঃ জাকির হোসেন, এড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এড. মোঃ জামিল আহমেদ রাতুল, এড. তানজিনা আক্তার, এড. তাহমিনা বেগম, এড. মোঃ দিদারুল হক চৌধুরী, এড. নবেন্দু বিকাশ সর্বাধিকারী দোলন, এড. মোঃ নুরুদ্দিন মিয়াজী বুলবুল, এড. সৈয়দ শাহিদুল আহসান টিপু, এড. মোঃ বোরহান উদ্দিন টুটুল, এডভোকেট আব্দুল আলীম, এডভোকেট বিল্লাল হোসেন ভূইয়া, এডভোকেট তাপস চন্দ্র সরকার, এড. রৌশন আরা বেগম স্বপ্না, এড. তানজিদা পারভীন সুমা, এড. তিথি রাম, এডভোকেট আশফাক উদ্দিন ঝোটন, এড. তাহসিনুল ইসলাম, এড. নিগার সুলতানা, এড. মোহাম্মদ রফিকুল ইসলাম ও এড. সাদিয়া ইসলাম প্রমুখ।