প্রকাশ : ১৬ মে ২০২২, ১৮:৫৫
ফরিদগঞ্জে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনায় গ্রেফতার ৩
চাঁদপুরের ফরিদগঞ্জের ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর গ্রামে আইন হাতে তুলে নিয়ে মধ্যযুগীয় কায়দায় মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় এবং একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় দ্রুত ওই অমানবিক হামলা চালানোর ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
|আরো খবর
গত সোমবার দুপুরে প্রেস ব্রিফিং করে বিষয়টি জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ সার্কেল) সোহেল মাহমুদ তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি পুলিশের দৃষ্টিগোচর হয়। আর তাই সামাজিক অবক্ষয় ঠেকাতে পুলিশ সুপারের নির্দেশে তাৎক্ষণিক মোঃ দেলোয়ার হোসেন (৬৫), মোঃ লোকমান হোসেন (৬৮) এবং মোঃ মাহাবুব আলম সোহেল (৩২) কে গ্রেফতার করেছি।
তিনি আরও বলেন, ওই ঘটনায় শারীরিক নির্যাতনের শিকার ভিকটিম মোঃ ফয়েজ আহাম্মদ মৃধা বাদী হয়ে মোঃ মোজাম্মেল হোসেন বাবুল (৬৫), মোঃ দেলোয়ার হোসেন (৬৫), মোঃ হোসেন(৩৮), মোঃ লোকমান হোসেন(৬৮) এবং মোঃ মাহাবুব আলম সোহেল(৩২) এর বিরুদ্ধে ১৬ মে এজাহার দায়ের করেছেন। মামলা নং-২২। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের দ্রুত গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রেস ব্রিফিংকালে উপস্হিত ছিলেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি শহীদ হোসেন, এস আই কুদ্দুসসহ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রসঙ্গত, জায়গা সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ভিকটিম মোঃ শেখ ফরিদ মৃধা (৪২) ও ফয়েজ আহাম্মেদ মৃধা (৪৬) কে গত ১৩ মে শুক্রবার সকাল ১১ টায় ফরিদগঞ্জের ১৫নং রূপসা (উত্তর) ইউনিয়নের রুস্তমপুর বাজারের জনৈক মোশারফ পাটোয়ারীর দোকানের সামনে অমানবিক মারধরের ঘটনাটি ঘটে। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়।