প্রকাশ : ১২ মে ২০২২, ২১:০৭
চাঁদপুরের আঞ্জুমানের অ্যাম্বুলেন্সে মাদক পাচারের ঘটনায় দুইজনকে আসামী করে মামলা
প্রধানমন্ত্রীর দেওয়া অ্যাম্বুলেন্সে মাদক পাচারের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। চাঁদপুরের ‘আঞ্জুমানে খাদেমুল ইনসান’কে দেয়া সেই অ্যাম্বুলেন্সের চালক ও অজ্ঞাত এক জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে চান্দিনা থানা পুলিশ।
|আরো খবর
ভয়েস নিউজ জানায়, বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানার ওসি আরিফুর রহমান। তিনি জানান, বুধবার সন্ধ্যা ৭ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সরনির ১৪ (গ)/২৬/৪১ ধারায় একটি মামলা হয়েছে। মামলার নং-৭। মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে অ্যাম্বুলেন্সের পলাতক চালক ও তার সহযোগীকে।
চান্দিনা থানার ওসি আরিফুর রহমান জানান, মাদক ব্যবসায়ী চক্রকে আটকে আমরা কঠোর অবস্থানে রয়েছি। এ ঘটনার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
প্রতক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বেপরোয়া গতির অ্যাম্বুলেন্স হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোকে ধাক্কা দেয় এবং নিয়ন্ত্রণ হারিয়ে স্থানীয় ব্রিকস ফিল্ড সংলগ্ন খালে পড়ে যায়। এ সময় স্থানীয় জনতা অ্যাম্বুলেন্সে থাকা চালকসহ অন্যদের উদ্ধার করতে এগিয়ে এলে অ্যাম্বুলেন্সের ভেতরে কোনো মানুষজন দেখতে পাননি। অ্যাম্বুলেন্সে ভর্তি অনেকগুলো কার্টনের মধ্যে থাকা একটি ছেঁড়া কার্টনের ভেতর বেশ কিছু ফেনসিডিল দেখে । এ সময় জরুরি সেবা নম্বর ৯৯৯ ফোন করে জানানো হয় বিষয়টি।
পরে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। খাদে পড়ে থাকা অ্যাম্বুলেন্সের ভেতরে থেকে ৬০৯ বোতল ফেনসিডিল জব্দ করে পুলিশ । অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে চান্দিনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম জানান, মানব সেবার অ্যাম্বুলেন্সে করে একটি চক্র দীর্ঘদিন যাবত ফেনসিডিল পরিবহন করতো। খোঁজ নিয়ে জানা যায়, সড়ক দুর্ঘটনার কবলে পড়া অ্যাম্বুলেন্সটি চাঁদপুরের আঞ্জমান খাদেমুল ইনসান নামে একটি সেবা মূলক সংগঠনের। ওই সংগঠনটি চাঁদপুর জেলা সদরে কাজ করে। আঞ্জুমান খাদেমুল ইনসানকে অ্যাম্বুলেন্সটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুদান হিসেবে দিয়েছিলেন। কিন্তু অ্যাম্বুলেন্সটি পরিচালিত হতো বাণিজ্যিকভাবে। সেই সাথে অ্যাম্বুলেন্সে করে আনা নেয়া হতো অবৈধ ফেনসিডিল।
আঞ্জুমানের জেলা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল। তিনি গণমাধ্যমকে বলেছেন, অ্যাম্বুলেন্সে ফেনসিডিল বহনের বিষয় তিনি জানতেন না, তবে অ্যাম্বুলেন্স দুঃঘটনার খবর শুনেছেন ।
অনুসন্ধানে জানা যায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিশ্বস্ত কর্মী হিসেবে পরিচিত সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শফিক গাজী নামের একজন এই অ্যাম্বুলেন্স পরিচালনা করতো। প্রধানমন্ত্রীর দেওয়া এই অ্যাম্বুলেন্সটি সাধারণ মানুষ বিনা ভাড়ায় ব্যবহার করতে পারতো না বল্লেই চলে। এই এম্বুলেন্স ব্যবহার করে শফিকসহ একটি চক্র মাদক পরিবহন করতো বলেও অভিযোগ উঠেছে।