শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৮ মে ২০২২, ২২:০৬

ফরিদগঞ্জে ধান কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২০

এমকে মানিক পাঠান
ফরিদগঞ্জে ধান কাটা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে আহত ২০

ফরিদগঞ্জে সেচ স্কিমের ধান কাটাকে কেন্দ্র করে দফায় দফায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জনের মতো মানুষ যখমপ্রাপ্ত হয়। আহতদের কেউ কেউ ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। ঘটনার খবর পেয়ে শনিবার বিকেলে ফরিদগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল আসলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। ঘটনাটি ফরিদগঞ্জের ৩নং সুবিদপুর পূর্ব ইউনিয়নের পূর্ব মনতলা ও ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গুয়াটোবা দুই দল গ্রামবাসীর মধ্যে ঘটেছে।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৫ মে বৃহস্পতিবার ডোমরা পাটোয়ারী বাড়ির মৃত ফজলুল হক পাটোয়ারীর ছেলে সেচ স্কিমের ম্যানেজার শফিকুর রহমানের ধান কেটে নেয় গুয়াটোবা তালুকদার বাড়ির সালেহ আহমেদ। এতে পানি সেচ স্কিমেরর ম্যানেজার শফিক জমিতে ধান না পেয়ে গুয়াটোবা দোকানের কাছে এসে জমির মালিক সালেহ আহমেদের কাছে এর কারণ জানতে গিয়ে কথা কাটাকাটি হয়। পরে কিছু লোক উত্তেজিত হয়ে উঠে। ঘটনার দিন রাতে স্কিম ম্যানেজারের খোজে তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে দোকানে অবস্থানরত পার্শ্ববর্তী মনতলা এলাকার কজন মিলে তাদের বাঁধা দেয়ার চেষ্টা করে। তাদেরকে কথা না শুনে ধাক্কা দিয়ে স্থানীয় ইউপি সদস্যের ছোট ভাই হান্নান তালুকদারের নেতৃত্বে প্রায় ১৫/২০ জন যুবক স্কিম ম্যানেজারের বাড়িতে গিয়ে বসতঘরে হামলা ও লুটতারাজ চালায়।

এ ঘটনার বিচার চেয়ে পরের দিন শুক্রবার রাতে ক্ষতিগ্রস্তের বাড়ির বাসিন্ধা মন্টু পাটোয়ারির বসত ঘরে গ্রাম্য সালিস বসে। সেই বৈঠকে ক্ষতিগ্রস্ত স্কিম ম্যানেজার পার্শ¦বর্তী মনতলা জমদ্দার বাড়ির কিছু লোককে সালিসদার হিসেবে নিলে প্রতিপক্ষ লোকজন তাদেরকে ধাওয়া করে। এক পর্যায়ে উভয় পক্ষের প্রায় শতাধিক মানুষ জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কজন আহত হয়।

আহতরা হলেন : আঃ রহিমের ছেলে কবির হোসেন (২৪), বিল্লাল জমদ্দারের ছেলে মোঃ শিপন (২৬), হারুন জমদ্দারের শিশু কন্যা হাবিবা (৮), দুলাল হোসেনের ছেলে ভূট্রো (২২), বিল্লাল হোসেন সর্দারের ছেলে কামাল হোসেন (৩৪), আঃ রহিমের ছেলে মামুন (২৫), মৃত জাহাঙ্গীরের স্ত্রী পারভিন বেগম (৪৫), হারুনের স্ত্রী মাকসুদা বেগম (২৮)।

গুয়াটোবা তালুকদার বাড়ির আহতরা হলেন : মোঃ মোস্তফা (৭৫), মাকসুদ তালুকদার ১৮), হারুন কালুকদার (৫০) ও শাহাজান তালুকদার (৫৫)।

গুয়াটোবা লোকদের আঘাতে মনতলা জমদ্দার বাড়ির হারুন, জাহাঙ্গীর, আলমগীর, আমিনের ঘর হামলা ও ভাংচুর হয়।

মনতলা জমদ্দার বাড়ির স্থানীয় দোকানদার ফারুক হোসেন বলেন, শনিবার বিকালে তালুকদার বাড়ির অর্ধশত লোকের উপস্থিতিতে একাধিক মোটরসাইকেল যোগে প্রায় ২০/৩০ জন হেমলেট পড়া সন্ত্রাসী ইট পাটকেল মারতে থাকে। আমি শুধু দোকানের ঝাপ ফেলে চলে যাই। পরে দেখি সব রণক্ষেত্র করে চলে যায়।

মূল ঘটনা নিয়ে সেচ স্কিম ম্যানেজার শফিকুর রহমান বলেন, তালুকদার বাড়ির খলিফার ছেলে হান্নানের নেতৃত্বে ২০/২৫ জন লোক গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আমার বসত ঘরে হামলা চালায়। এতে মোবাইল, স্বর্ণের চেইন এবং আমার মেয়েদের উপর হামলা চালায়। আমি মাঠে যাইতে পারছি না। ধানের খলায় যেতে দিচ্ছে না। এতে আমার প্রায় ৩শ’ মণ ধান নষ্টের পথে। আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।

এ বিষয়ে ৫নং গুপ্টি পূৃর্ব ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান পাটওয়ারী বলেন, ঘটনার খবর পেয়ে আমি প্রশাসনকে অবহিত করি। পরে পুলিশ এসে উভয় পক্ষের লোকজনকে শান্ত থাকার আহ্বান জানান। দুই ইউনিয়নের মধ্যে পক্ষ বিপক্ষ পড়ায় বিষয়টি থানা পুলিশের হস্তক্ষেপে অ ামিও সমাধান চাই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়