শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৬ মে ২০২২, ২২:৫৫

মতলব উত্তরে দুর্বৃত্তদের হামলায় একজনের মৃত্যু

মতলব উত্তর ব্যুরো
মতলব উত্তরে দুর্বৃত্তদের হামলায় একজনের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনলে দুর্বৃত্তদের হামলায় উজ্জ্বল মিজি (৪০) নামে একজন নিহত হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, ৬ মে শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ষাটনল পর্যটন কেন্দ্র এলাকায় একটি অনুষ্ঠানের জন্য ডেকোরেটরের কাজ ও রান্না-বান্নার কাজ তদারকি করতে আসলে সেখানেই দুর্বৃত্তরা উজ্জল মিজির উপর হামলা করে। খবর পেয়ে মতলব উত্তর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজ্জল মিজিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার অবস্থা গুরুতর হওয়ায় কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে তাৎক্ষনিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পরেই উজ্জ্বল মিজির মৃত্যু হয়। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

নিহত উজ্জ্বল মিজির গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ জেলার কালিরচরে। তার শশুর বাড়ি মতলব উত্তর উপজেলার মোহনপুরে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উজ্জ্বল মিজি নৌ ডাকাত দলের সদস্য। কী নিয়ে দৃর্বৃত্তদের মধ্যে দ্বন্দ্ব ছিলা কেউ বলতে পারেনি।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং রক্তাক্ত অবস্থায় উজ্জ্বল মিজিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ঢাকা মেডিকেলে নিলে সেখানে তার মৃত্যু হয়। সেখানেই তার লাশের ময়না তদন্ত হবে। এখনো তার আত্মীয় স্বজনরা মামলা করতে আসেনি, তবে মামলা করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়