প্রকাশ : ৩০ এপ্রিল ২০২২, ১০:৪৪
চাঁদপুর মডেল থানা পুলিশের অভিযানে ৬ কেজি গাঁজাসহ আটক-২

চাঁদপুরে সদর মডেল থানার এসআই ইকবাল হোসেন অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে। ২৯ এপ্রিল শুক্রবার দুপুর ১টায় শহরের বড় ষ্টেশন এলাকার দেলুর হোটেলের সামনে থেকে গাঁজাসহ এই দুইজন আটক হয়।
পুলিশ জানায়, আটককৃতরা হচ্ছেন বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বড় চাউলাকাঠী এলাকার মোঃ আলাউদ্দিন সরদার (৩২) ও কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া এলাকার লিটন মিয়া (৩৫)।
অভিযান প্রসঙ্গে, চাঁদপুর সদর মডেল থানার এস আই ইকবাল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারের দিকনির্দেশনায় মাদকবিরোধী অভিযান চালাই। এতে ৬ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে সংঙ্গীয় ফোর্সসহ আটক করতে সক্ষম হই। আটকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।