প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ২০:৪৬
নিরাপত্তাহীনতায় স্বাস্থ্যকর্মীর থানায় ডায়েরি!
শাহ মোহাম্মদ হামিদ খান রোমান (৪০) নামের এক সরকারি স্বাস্থ্যকর্মী নিজের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে হাজীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। গত সোমবার তিনি থানায় এ ডায়েরিটি করেন। রোমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে স্বাস্থ্য সহকারী হিসেবে উপজেলার কালচোঁ উত্তর ইউনিয়নের দায়িত্ব পালন করছেন। তিনি পাশের দ্বাদশগ্রাম ইউনিয়নের কাপাইকাপ খান বাড়ির মৃত কবির উদ্দিন খানের ছেলে।
|আরো খবর
পূর্ব বিরোধকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন তারপরেও নিরাপত্তাহীনতায় ভূগছেন উল্লেখে করে তিনি সাধারণ ডায়েরিতে একই গ্রামের মিজি বাড়ির মোঃ কাউছার মিজি (২৫), তার বাবা নানু মিজি (৫৫) ও মা হেনজি বেগমকে (৪৫) বিবাদী করেন ডায়েরিতে।
ডায়েরি সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জেরে গত রোববার বিকেলে কাপাইকাপ গ্রামের মোস্তফা খানের দোকানের সামনে উল্লেখিত বিবাদীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক শাহ মোহাম্মদ আঃ হামিদ খান রোমানকে গালমন্দ ও দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠিসোঁটা নিয়ে তার উপর অতর্কিত হামলা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করেন।
এছাড়াও বিবাদীরা উল্লেখিত ঘটনায় বাড়াবাড়ি করলে আবারো তাকে মারধর ও হত্যার হুমকিসহ অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শন করে। তাই নিরাপত্তারহীনতার কথা উল্লেখ করে শাহ মোহাম্মদ আঃ হামিদ খান রোমান সোমবার রাতে থানায় সাধারণ ডায়েরি করেন। হামলার ঘটনায় তিনি আহত হয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
এ দিকে বিবাদী কাউছার মিজির সাথে কথা হলে তিনি জানান, ওইদিন তিনি রোমানদের পাশের বাড়িতে কাজ করছিলেন। এ সময় তিনি মুখে বাঁশি বাজান। পরে রোমান তার মাকে দেখে শীস দেয়ার অভিযোগ এনে আমার উপর হামলা করে। এ সময় আমাদের দুইজনের মাঝে হাতাহাতির ঘটনা ঘটে।
জিডির বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, তদন্তপূর্বক আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।