প্রকাশ : ২১ এপ্রিল ২০২২, ১৭:০৬
জেল থেকে মুক্তি পেলেন শেখ ফরিদ আহমেদ মানিক
চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পেলেন জেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক। ১১ দিন কারাভোগের পর আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। জামিননামা কারাগারে পৌছানোর পর বৃহস্পতিবার বিকেল ৩টায় বাবুরহাটস্থ চাঁদপুর জেলা কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি বের হন। চাঁদপুর জেলা বিএনপি'র বিভিন্ন নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় তাঁকে নেতা-কর্মীরা মোটর শোভাযাত্রার মাধ্যমে চাঁদপুরস্থ নিজ বাসায় নিয়ে যায়।
|আরো খবর
এর পূর্বে জামিনের খবর শুনে সকাল থেকেই চাঁদপুর জেলা বিএনপির এই শীর্ষস্থানীয় নেতাকে বরণ করে নেওয়ার জন্য জেলা কারাগারের সামনে নেতা-কর্মীরা জমায়েত হতে থাকেন। চাঁদপুর জেলা ও দায়রা জজ এস এম জিয়াউর রহমান এর আদালতে চাঁদপুর সদর মডেল থানার নাশকতার মামলায় জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের জামিন মঞ্জুর করা হয়।
গত ১০ এপ্রিল রবিবার চাঁদপুর সদর মডেল থানার নাশকতার মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন মানিকের আইনজীবীরা। বিচারক তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করার নির্দেশ দেন।