প্রকাশ : ২০ এপ্রিল ২০২২, ১৯:১০
ঢাকায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলামের সাথে কুমিল্লা বার নেতৃবৃন্দের সাক্ষাৎ
১৯ এপ্রিল মঙ্গলবার বিকেল ০৪টায় ঢাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অষ্টম তলাস্থিত সভাকক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এর সাথে সৌজন্যে সাক্ষাত করেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটিসহ বারের নেতৃবৃন্দ।
|আরো খবর
এ সময় উপস্থিত ছিলেন- কুমিল্লা জেলা পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার আহবায়ক ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ ইউনুছ ভূঁইয়া, কুমিল্লার সাবেক জেলা পিপি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ কুমিল্লা জেলা শাখার সদস্য সচিব এডভোকেট মোঃ মোস্তাফিজুর রহমান লিটন, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আহছান উল্লাহ খন্দকার, সাবেক সভাপতি এডভোকেট মোঃ আবদুল মমিন ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি এড. মোঃ নুরুল ইসলাম (২), সহ-সভাপতি এড. আব্দুল মান্নান মজুমদার, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট হারুনুর রশীদ ও সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ নুরুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এড. মোঃ শাহজাহান সিরাজ, ট্রেজারার এড. মোঃ আমির হোসেন খাঁন, লাইব্রেরি সেক্রেটারি এড. লোকমান আহমেদ, আইটি সম্পাদক এড. এএমএম মঈন, রিক্রিয়েশন সেক্রেটারি এড. শাহাবউদ্দিন, সাবেক রিক্রিয়েশন সেক্রেটারি এড. মোঃ সাইফুল ইসলাম ভূঁইয়া, এড. মোঃ আমিনুল ইসলাম টুটুল, নির্বাহী সদস্য এড. আব্দুল হান্নান লিটন, নির্বাহী সদস্য এড. মোঃ ওমর খালেদ, নির্বাহী সদস্য এড. মোঃ নুরুল ইসলাম, এড. জিয়াউল হাসান চৌধুরী সোহাগ, এড. তাপস চন্দ্র সরকার ও সাংবাদিক এম.এইচ মনির প্রমুখ।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে অষ্টম তলাস্থিত মন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম, এ বছর কুমিল্লা আইনজীবী সমিতি ২০২২-২০২৩ সেশনের ম্যানেজিং কমিটির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত ১৫জন প্রার্থীর মধ্যে ১১জন বিজয়ী হওয়ায় সকল বিজয়ী প্রার্থীসহ মনোনয়ন বোর্ড এবং নির্বাচন প্রস্তুতি ও পরিচালনা কমিটিসহ সকল আইনজীবীগণকে কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আহছান উল্লাহ খন্দকার ও সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের এর অনুরোধক্রমে আসছে ১১ মে বুধবার সকালে কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্মানাধীন নতুন ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপনের সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। এদিকে, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ আবু তাহের বলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম মহোদয় কুমিল্লা আইনজীবী সমিতির নতুন ভবনের ভিত্তিপ্রস্তরস্থাপন করবেন শুনে কুমিল্লা বারের বিজ্ঞ আইনজীবীরা আনন্দে উৎফুল্ল্য।