প্রকাশ : ১৯ এপ্রিল ২০২২, ১৯:০১
কচুয়ায় সাড়ে ৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার ৬
আজ ১৯ এপ্রিল সকাল ৯টায় চাঁদপুরের কচুয়া হতে ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
|আরো খবর
জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ নেতৃত্বে এস.আই মোঃ সুদীপ্ত শাহীন, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জগতপুর সাকিনস্থ কুটুমবাড়ী কফি হাউজ চাইনিজ রেস্তোরা এন্ড কমিউনিটি সেন্টার এর নিকটে কুমিল্লা টু চাঁদপুর মহাসড়কে সামনে পাকা রাস্তার উপর বোগদাদ বাস গাড়ী তল্লাশি করে নোমান সিদ্দীক প্র: সুজন (২৫), পিতা-হানিফ খান, মাতা-কল্পনা বেগম, সাং-মহেস্বর পট্টি(মালেগো বাড়ী), থানা-গোসাইহাট, শরীয়তপুর; মোঃ মহসিন(২৫), পিতা-আব্দুর রহীম, মাতা-জাহানারা বেগম, সাং-বায়ের চর(খাজা বাড়ী), থানা-রাঙ্গাবালি, জেলা-পটুয়াখালী, ইউনুস হাওলাদার (৫০), পিতা-জলিল হাওলাদার, মাতা শাহেরা খাতুন, সাং-বাইশদিয়া, থানা-রাঙ্গাবালি, জেলা-পটুয়াখালী এবং মো: ফয়সাল (২৩), পিতা-রফিকুল ইসলাম, মাতা-শিরুফা বেগম, সাং-শামুকমোড়(দোয়া বাড়ী), থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লাদ্ এর নিকট হইতে সবমোট ৬ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া মো: শরীফ হোসেন (২৬), পিতা-মো: তাজুল ইসলাম, মাতা-নূরজাহান বেগম, সাং-জামমুড়া উত্তর পাড়া, ০৭ নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিন,জেলা-কুমিল্লা এবং মো: আক্তার হোসেন (২৮), পিতা-মফিজ ইসলাম, মাতা-শাহার বানু, সাং-জোনায় মুদন্যপুর, থানা- সদর দক্ষিন, জেলা কুমিল্লা হতে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
চাঁদপুরের কচুয়া থানার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করে আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়।