বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২২, ১৩:২৪

বিদ্যালয়ের পানির মোটরসহ দুই চোর গ্রেফতার

কামরুজ্জামান টুটুল
বিদ্যালয়ের পানির মোটরসহ দুই চোর গ্রেফতার

হাজীগঞ্জের একটি বিদ্যালয়ের চুরি হওয়া পানির মোটরসহ ২ চোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এদেরকে গ্রেফতার করা হয়। সম্প্রতি পৌরসভাধীন উত্তর পূর্ব মকিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পানির পাম্পটি চুরি আটককৃতরা।

গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের সর্দার বাড়ির মো. হুমায়ুন কবিরের ছেলে মো. হৃদয় হোসেন (২০) ও একই বাড়ির মো. মোশারফ হোসেন মশুর ছেলে মো. মেহেদী হাসান খলিল(২২)। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

পুলিশ জানায়, গত ২৬ মার্চ উপলক্ষ্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অন্যান্য শিক্ষকগণ সকল কার্যক্রম শেষে অফিসের দরজা জানালা বন্ধ করে যার যার বাড়িতে চলে যান। পরের দিন ২৭ তারিখ সকালে বিদ্যালয় আসলে তারা অফিস কক্ষের দরজা-জানালা খোলা দেখতে পান। এ সময় তারা দেখতে পান বিদ্যালয়ের পানির পাম্পটি নাই। পরবর্তীতে প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন থানায় একটি এজাহার দায়ের করেন। এই এজহারের সূত্র ধরে এসআই মোঃ ইউনুছ মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে পানির পাম্পটি উদ্ধার এবং ২ আসামিকে গ্রেফতার করেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, গ্রেফতারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে চুরির বিষয়টি স্বীকার করে। তাই উক্ত মামলায় গ্রেফতারপূর্বক তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়