প্রকাশ : ১২ এপ্রিল ২০২২, ১৭:১৯
মতলবে বিএসটিআই লোগো ব্যবহারে জরিমানা
মতলব দক্ষিণ উপজেলায় বিএসটিআই লাইসেন্স ব্যতিত লোগো ব্যবহার করায় একটি মশার কয়েল কারখানা মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।
আজ ১২ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামে অল কেমিক্যাল টেকনোলজি লিমিটেড নামক প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে বিএসটিআই লাইসেন্স ব্যতিত অবৈধভাবে বিএসটিআই লোগো ব্যবহার করে মশার কয়েল উৎপাদন ও বাজারজাত করায় এ জরিমানা প্রদান করা হয়।
অভিযানে ২শ ৫০ প্যাকেট মশার কয়েল জব্দ করে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিএসটিআই ইন্সপেক্টর মোঃ তারেক রহমান, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, এস আই মোঃ কবির হোসেনসহ থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।
বিচারক সহকারী কমিশনার(ভূমি) সেটু কুমার বড়–য়া বলেন, ভোক্তাদের অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।
ক্যাপশন ঃ মতলব দক্ষিণে কারখানার মালামাল বিনষ্ট করছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া।