প্রকাশ : ০৮ এপ্রিল ২০২২, ১৪:২৩
আবরার হোটেলে জরিমানা
পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত রয়েছে।
|আরো খবর
০৭/০৪/২০২২ তারিখে চাঁদপুরের সদর উপজেলার বাস স্ট্যান্ড ইলিশ চত্ত্বর এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক নুর হোসেন।
এ সময় শহরের আবরার রেস্টুরেন্ট এন্ড কাবাব হাউজে মুরগী ভাসি গ্রীল পাওয়ায় এবং পণ্যের মূল্য না থাকায় ১৫,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
এছাড়া বাসস্ট্যান্ড এলাকায়
তরমুজ ব্যবসায়ীদেরকে নায্য মূল্যে তরমুজ বিক্রি করতে বলা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তরমুজ ব্যবসায়িকে সর্তক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।