বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪  |   ২২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ০৫ এপ্রিল ২০২২, ১২:১২

সাউদার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক
সাউদার্ন ইউনিভার্সিটিতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

সাউদার্ন ইউনিভার্সিটিতে সাংগঠনিক কার্যক্রম বেগবান ও গতিশীল করার লক্ষে আনুষ্ঠানিকভাবে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি আনিস উদ্দিন ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন অপু নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির বর্তমান কেন্দ্রীয় সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা (মশিউর) স্বাক্ষরিত ৪৯ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয়। মঙ্গলবার (৫ এপ্রিল) সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবেদক আজ এতথ্য নিশ্চিত করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ফজলে আকবর, জাহিদুল ইসলাম শাকিল, সিরাজ রাজ, তাসিরুন এনাম ঝিলিক; যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অভিক আনান রিচ, রফিকউল্লাহ, অনামিকা বড়ুয়া। সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে আব্দুল্লাহ আল তাহসিন, ইনজামামুল একরাম নিরাজ, হাসনাত শিহাব, আয়শা আক্তার মনোনীত হয়েছেন।

দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল গালিব জাওয়াদ, উপ-দপ্তর সম্পাদক মো. সাইদ ইমন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম মানিক, উপ-প্রচার সম্পাদক মো. মোফাজ্জল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগর, উপ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. আকবর আলী, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সুস্মিতা বড়ুয়া রিচি, উপ-সাংস্কৃতি বিষয়ক সম্পাদক অপু মিত্র, ছাত্রী বিষয়ক সম্পাদক পুনম দাশ, ক্রীড়া বিষয়ক সম্পাদক চিরঞ্জিত বড়ুয়া, উপ-ক্রীড়া বিষয়ক সম্পাদক লুৎফর নাহার, আইন বিষয়ক সম্পাদক ইরফান উদ্দিন, উপ-আইন বিষয়ক সম্পাদক রাহুল ধর, অর্থ সম্পাদক অনিক দাশ, উপ-অর্থ সম্পাদক সায়মা শারিন তিহা, পাঠাগার সম্পাদক মো. জাবেদ, উপ-পাঠাগার সম্পাদক মো. পারভেজ ইয়াসিন, ত্রাণবিষয়ক সম্পাদক রিফাত হাসান, উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল হাবিবা, সমাজসেবা বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান, উপ-সমাজসেবা বিষয়ক সম্পাদক শারমিন সুলতানা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সাগর, উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আরিফ উল্লাহ, বিজ্ঞান বিষয়ক সম্পাদক মাইন উদ্দিন, গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক শাহরিয়ার হোসেন রিফাত, উপ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজিব উদ্দিন, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক তামজিদুর রহমান, উপ-তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জয় দাশ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রিমন মাহমুদ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহিদা আক্তার ইভা, অংকন চৌধুরী, ওমর ফারুক আরাফাত, আরাফাত হোসেন, রাইমুল ইসলাম রুমেল, আব্দুল্লাহ আল হুমায়ুন চৌধুরী মনোনীত হয়েছেন।

সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার নব-নির্বাচিত সভাপতি মো. আনিস উদ্দিন জানান, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা, আইনজীবী সমাজের আস্থার ঠিকানা, সিনিয়র আইনজীবী জননেতা এডভোকেট মো. লায়েকুজ্জামান মোল্লার নির্দেশনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বর্তমান সভাপতি মো. সেলিমুর রহমান (সেলিম) ও সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান মোল্লা মশিউরের নেতৃত্বে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন অপু বলেন, ডিজিটাল বাংলাদেশের রুপকার, মানবতার নেত্রী, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে অগ্রণী ভূমিকা পালন করতে আমরা কাজ করবো।

এদিকে, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ শাখার নতুন কমিটিতে সাধারণ ছাত্র-ছাত্রীদের আস্থার প্রতীক, ছাত্রনেতা মো. আনিস উদ্দিন-কে সভাপতি ও ছাত্রনেতা সাখাওয়াত হোসেন অপুকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় সাউদার্ন ইউনিভার্সিটিতে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দ-উল্লাস শুরু হয়। সবার মাঝে উচ্ছ্বাস দেখা দেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়