শনিবার, ১৭ মে, ২০২৫  |   ৩২ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০২ মার্চ ২০২২, ১৭:৩০

মতলবে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

মতলব দক্ষিণে ভোজ্য তেলের বোতলে মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রি করায় তিন ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ ২ মার্চ পৌর এলাকার ম্যাক্সি স্ট্যান্ড এলাকায় এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক।

জানা যায়, ওই দিন ভোক্তা অধিকার সংরক্ষন আইনে পৌর এলাকার ম্যাক্সি স্ট্যান্ড এলাকায় মালেকের মুদি দোকান, কবিরের মুদি দোকান ও মিজানের মুদি দোকানে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সেটু কুমার বড়–য়া, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ভোজ্য তেলের বোতলের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রি করায় এ জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়