মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মার্চ ২০২২, ১২:৫৪

চাঁদপুর লঞ্চঘাটে ৮০ পিচ ফেনসিডিলসহ আটক ১

স্টাফ রিপোর্টার
চাঁদপুর লঞ্চঘাটে ৮০ পিচ ফেনসিডিলসহ আটক ১

চাঁদপুর লঞ্চঘাটে অভিনব কায়দায় মাদক বহন করে নিয়ে যাওয়ার সময় ৮০ পিচ ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে নৌ থানা পুলিশ। ২৮ ফেব্রুয়ারি সোমবার রাত সাড়ে ১১টায় চাঁদপুর লঞ্চঘাট থেকে এই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

পুলিশ জানায়, একজন রাজমিস্ত্রি শ্রমিক ১টি প্লাস্টিক ব্যাগে করে রাজমিস্ত্রি কাজে ব্যবহৃত মালামাল নিয়ে লঞ্চঘাটে অবস্থান করছিলো। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সেই প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ৮০ পিচ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত আসামী হচ্ছেন কুমিল্লার কোতয়ালী থানার টিক্কাচর গ্রামের মৃত শাহজাহানের ছেলে মোহাম্মদ সুজন মিয়া (৩২)। তিনি ফেন্সিডিলগুলো কালাইয়া এলাকায় পাচারের উদ্দ্যেশ্যে কুমিল্লা থেকে চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চে উঠার জন্য এসেছিলেন। তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে।

চাঁদপুর নৌ থানার এসআই বাবুল বালা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সঙ্গীয় ফোর্সসহ পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে ও ওসি স্যারের সার্বিক তত্ত্বাবধানে একজন মাদক ব্যবসায়ীকে ৮০ পিচ ফেন্সিডিলসহ আটক করি। তার বিরুদ্ধে মাদক আইনে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়