শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   শনিবার চাঁদপুরে ৪ শতাধিক নারী-পুরুষের অংশগ্রহণে ম্যারাথন প্রতিযোগিতা
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:২৩

নির্বাচনী প্রতিহিংসার জের ধরে শাহরাস্তিতে মেম্বার পুত্রকে মারধর

শাহরাস্তি ব্যুরো
নির্বাচনী প্রতিহিংসার জের ধরে শাহরাস্তিতে মেম্বার পুত্রকে মারধর

শাহরাস্তিতে নির্বাচনী প্রতিহিংসার জের ধরে নির্বাচিত ইউপি সদস্যের ছেলে কে মারধর করেছে নির্বাচনে হেরে যাওয়া এক প্রতিদ্বন্দ্বীর ভাই। ৭ ফেব্রুয়ারি বিকেলে শাহরাস্তি উপজেলার কুরকামতা এলাকায় এঘটনাটি ঘটে। বর্তমানে মেম্বার পুত্র শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৬ ডিসেম্বর শাহরাস্তি উপজেলার ১০টি ইউপি পরিষদের ভোট গ্রহণ সম্পন্ন হল। রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য নির্বাচিত হন মোঃ ফারুক হোসেন । নির্বাচনে হেরে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মঞ্জুর হোসেন ও তার ভাই ফারুক হোসেন কে প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে আসছে। এরই সূত্র ধরে, ৭ ফেব্রুয়ারি বিকেলে ফারুক হোসেনের ছেলে ফাহিম হোসেন কে একা পেয়ে মঞ্জুর হোসেনের ভাই মোশারফ হোসেন ও তার ছেলে লাবিব বেধড়ক মারধর করে। স্হানীয়রা ফাহিম কে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি করেন। এবিষয়ে ইউপি সদস্য মোঃ ফারুক হোসেন জানান, নির্বাচনের পর থেকে পরাজিত প্রার্থী মঞ্জুর হোসেন আমাকে প্রকাশ্যে হুমকি ধমকি দিয়ে আসছে। এর প্রেক্ষিতে তার ভাই আমার ছেলে কে মারধর করে। আমি এর বিচার চাই এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়