প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২২, ১২:২৩
চাঁদপুর পাসপোর্ট অফিসের সামনে থেকে ৪ দালালকে আটক
র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদেরভিত্তিতে ৩০ জানুয়ারি রোববার চাঁদপুর জেলার সদর মডেল থানার ফরিদগঞ্জ রোডের আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে সরকার এন্টারপ্রাইজ দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ৪জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতরা হলেন : চাঁদপুর জেলার চাঁদপুর সদর থানার ষোলঘর গ্রামের শংকর চক্রবতী এর ছেলে অনুরাগ চক্রবর্তী (১৯), ফরিদগঞ্জ থানার নড়াইলচর গ্রামের লোকমান পাটোয়ারীর ছেলে মোঃ মাসুম হাসান ওরফে রাজু (২৫), চাঁদপুর সদর থানার তরপুরচণ্ডী গ্রামের মোঃ ছিটু গাজীর ছেলে মোঃ মোশাররফ হোসেন (৪২) এবং একই থানার দক্ষিণ তরপুরচন্ডী গ্রামের আব্দুর রহিমের ছেলে আবদুল মান্নান(৫৫)।
|আরো খবর
অভিযানে গ্রেফতারকৃত আসামীদের কাছ থেকে ১২টি পাসপোর্ট, নগদ ৬২ হাজার ৫০০ টাকা, ১২০টি পাসপোর্টের ব্যক্তিগত ডেলিভারী স্লিপ এবং মোবাইল ফোনসহ বিভিন্ন নথিপত্র উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরাসকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেয়ার নাম করে ভুক্তভোগী লোকজনের নিকট থেকে সরকার নির্ধারিত টাকার অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার কর। তাদের কাছে টাকা জমা দিলে তারা বিভিন্নভাবে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।