শনিবার, ০২ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ২০:০৪

পুলিশকে হত্যার চেষ্টায় আইনজীবীর বিরুদ্ধে মামলা

গোলাম মোস্তফা
পুলিশকে হত্যার চেষ্টায়  আইনজীবীর বিরুদ্ধে মামলা

চাঁদপুর বারের সদস্য জিয়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী কর্তৃক চাঁদপুর মডেল থানার এএসআই হিমন ইসলামকে হত্যার চেষ্টা ও মারধরের অভিযোগে মামলায় দায়ের করা হয়েছে। যার নং- ৪০,তাং- ২৪/১/২০২২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত এএসআই হিমন ইসলাম গত ১৭ জানুয়ারি দুপুরের দিকে তার বাসভবন থেকে মডেল থানায় যাওয়ার পথে শহরের বাসস্ট্যান্ড এলাকায় আসলে একটি অটোরিকশা পিছন এসে তার মোটরসাইকেলের সাথে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। এতে তিনি পড়ে গিয়ে আহত হন। তাৎক্ষণিক পথচারীদের সহযোগিতায় তিনি অটোরিকশাটি ও চালক কে আটক করার চেষ্টা করলে অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী এএসআই হিমন ইসলামের সাথে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে তিনি পুলিশের এএসআই হিসেবে চাঁদপুর সদর মডেল থানায় কর্মরত রয়েছেন এমন পরিচয় দিলে অ্যাডঃ বাকী আরো ক্ষিপ্ত হয়ে সরকারের দালাল ও পেটুয়া বাহিনীসহ বিভিন্ন ধরনের গালিগালাজ করেন। এক পর্যায়ে তিনি পুলিশের এএসআই হিমন ইসলামকে চড় থাপ্পড় মেরে তাকে আহত করেন। তাৎক্ষণিক তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেন। চিকিৎসার জন্য মামলা দায়ের করতে বিলম্ব হয় বলে এজাহারে উল্লেখ করেন।

এদিকে দায়েরকৃত মামলার এজাহারে জিয়া পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা বারের সদস্য অ্যাডঃ আবদুল্লাহ হিল বাকী কে নামীয় আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়