প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২১, ১৯:৫৮
মতলবে জমি সংক্রান্তে বিরোধে চাচাকে প্রাণনাশের হুমকি
মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে চাচাকে ভাতিজার প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
খর্গপুর গ্রামের মোঃ আবুল কালাম গোফরান জানান, আমার বড় ভাই হাফেজ মিয়া আমার ভোগ দখলে থাকা সম্পত্তি উনার স্ত্রীর নামে হেবা দলিলের মাধ্যমে রেজিস্ট্রি করে দেয় এবং নামজারী করে। আমি বিষয়টি জানার পর উপজেলা ভ‚মি অফিসে নামজারি বাতিলের জন্য দরখাস্ত করি। ভ‚মি অফিস সরজমিনে তদন্ত করে নামজারি বাতিল করেছেন। পরবর্তীতে নামজারির রিভিশিন মামলা দায়ের করলে নামজারি রিভিশন মামলা ৪৮/২০১৫ বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বাতিল করে দেয়।
গত ১৯ জুন ২০১৬ সালে বিজ্ঞ মতলব সহকারী জজ আদালতে মোঃ হাফেজ মিয়ার হেবা দলিল বাতিলের মামলা করি। মামলা নং- ৮৪/২০১৬, যা চলমান রয়েছে। বর্তমানে আমার ভাতিজা মোঃ আবু ইউসুফ সুমন জোরপূর্বক আমার বাড়ির ২ লাখ টাকা মূল্যের গাছ কেটে নিয়েছে। চাঁদপুরের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে এ বিষয়ে মামলা দায়ের করি। মামলা নং-৫৫/২০২০, মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
গত ৭ নভেম্বর আবু ইউসুফ সুমন গং জোরপূর্বক আমার বাড়িতে প্রতিবন্ধকতা সৃষ্টির উদ্দেশ্যে বেড়া প্রদান করে। আমি বাধা দিলে আমাকে অশ্লীল ভাষায় গালি-গালাজ করে এবং প্রাণনাশের হুমকি দেয়। আমার পরিবারের সবাইকেও খুন করার হুমকি দেয়। ঘটনাস্থলে আমার ডাক-চিকৎকারে এলাকাবাসী এগিয়ে আসে আমাকে উদ্ধার করে। পরবর্তীতে আমি মতলব দক্ষিণ থানা এ বিষয়ে অভিযোগ দায়ের করি।
মতলব দক্ষিণ থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। আবুল কালাম গোফরান আরো জানান, আমার পৈত্রিক ও খরিদ সূত্রের মালিকানাধীন সম্পত্তি সুমন জোরপূর্বক দখল করে নেয়ার পায়তারা করছে দীর্ঘদিন যাবৎ। এলাকাবাসীদের নিয়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অনেকবার সালিস বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করলেও সুষ্ঠু কোনো সমাধানে পৌঁছতে পারিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করছি।