শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০১ মে ২০২৫, ২১:৩৪

শ্রীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত: “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে র‌্যালি ও পথসভা

আব্দুল মান্নান সিদ্দিকী, মুন্সিগঞ্জ
শ্রীনগরে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত: “দুনিয়ার মজদুর এক হও” স্লোগানে র‌্যালি ও পথসভা

“দুনিয়ার মজদুর এক হও, এক হও”—এই প্রতিবাদী ও ঐক্যবদ্ধ স্লোগানে উদ্দীপ্ত হয়ে মুন্সীগঞ্জের শ্রীনগরে পালিত হয়েছে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫।

বুধবার (১ মে) দিবসটি উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহী ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।
র‌্যালিটি শ্রীনগর-দোহার সড়কের লালগোলাপ কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু হয়ে ছনবাড়ী ফ্লাইওভার ব্রিজের নিচে গিয়ে শেষ হয়। এতে অংশগ্রহণকারী শ্রমিকদের মুখে মুখে ছিল অধিকার আদায়ের নানা স্লোগান।

র‌্যালি শেষে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন—
মুন্সীগঞ্জ জেলা যাত্রীবাহী সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শ্রীনগর উপজেলা শাখার সভাপতি মোঃ শাহ আলম শাহীন,
সাধারণ সম্পাদক খোরশেদ আলম বাবু,
লৌহজং উপজেলা শাখার সভাপতি মোঃ আকতার হোসেন,
এবং সাধারণ সম্পাদক সিজান শিকদার।

বক্তারা বলেন,

“শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। আইন থাকলেও বাস্তবে তার প্রয়োগ নেই। শ্রমিকের ঘাম যেন আর মূল্যহীন না হয়—এটাই আজকের দিবসের প্রধান আহ্বান।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
দুলাল, আরিফ, অপু রায়হান, সবুজ, আব্দুর রব, শাহীন, মোঃ করিম, সোহাগ মৃধা, মিজানুর রহমান, মনির শেখ প্রমুখ।

দিনটি ঘিরে শ্রমিকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। তারা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে শ্রমিক অধিকার আদায়ে আরও শক্তিশালী ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়