প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৯:০৮
ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপের ভবিষ্যৎ নির্ধারণ!
কাঠগড়ায় জাকারবার্গ, বিক্রি করতে হতে পারে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে বহুল আলোচিত অ্যান্টিট্রাস্ট মামলায় এবার বিচারকের মুখোমুখি হয়েছেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একচেটিয়া আধিপত্য বজায় রাখতে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের অভিযোগে মার্কিন ফেডারেল ট্রেড কমিশনের (FTC) দায়ের করা মামলার বিচারকাজ শুরু হয়েছে। সোমবার (১৪ এপ্রিল) ওয়াশিংটন ডিসির একটি ফেডারেল কোর্টে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছেন জাকারবার্গ।
|আরো খবর
FTC প্রথম মামলাটি দায়ের করে ২০২০ সালে। অভিযোগ ছিল—মেটা ২০১২ সালে ইনস্টাগ্রাম এবং ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ অধিগ্রহণ করে উদীয়মান সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিযোগীদের নির্মূল করেছে। এতে বলা হয়, মেটা 'buy or bury'—অর্থাৎ 'কিনে নাও বা ধ্বংস করো' নীতির অনুসরণ করেছে।
মামলার অংশ হিসেবে আদালতে উপস্থাপন করা হয়েছে ২০১১-১২ সালের বেশ কয়েকটি অভ্যন্তরীণ ই-মেইল, যেখানে জাকারবার্গ ও অন্য কর্মকর্তাদের আলোচনায় প্রতিযোগিতা ঠেকাতে ইনস্টাগ্রাম কেনার পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। জাকারবার্গের সাফাই
জাকারবার্গ তার সাক্ষ্যে দাবি করেন, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ অধিগ্রহণের সময় তারা “বড় হুমকি” ছিল না। বরং ব্যবহারকারীদের জন্য আরও ভালো সেবা দেওয়ার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মেটার প্রধান আইন কর্মকর্তা জেনিফার নিউস্টেড বলেন, FTC-এর অভিযোগ বাস্তবতাবিবর্জিত এবং এই অধিগ্রহণের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যম খাতে প্রতিযোগিতা আরও বাড়ে।
সম্ভাব্য পরিণতিএই মামলার রায় যদি FTC-এর অনুকূলে যায়, তাহলে মেটাকে ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ বিক্রি করতে হতে পারে—যা প্রযুক্তি শিল্পে যুগান্তকারী পরিবর্তন ডেকে আনবে। বিচারক জেমস বোয়াসবার্গ বলেন, বাজার সংজ্ঞা ও আধিপত্যের বিষয়গুলো প্রযুক্তিগত বিবর্তনের কারণে নতুন করে মূল্যায়নের দাবি রাখে।
বিশেষজ্ঞরা বলছেন, এই মামলা শুধু মেটার জন্য নয়—গুগল, অ্যামাজন ও অ্যাপলের মতো টেক জায়ান্টদের জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করতে পারে। FTC-এর এই উদ্যোগ প্রযুক্তি শিল্পে ন্যায়সংগত প্রতিযোগিতা ফিরিয়ে আনার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।ডিসিকে/এমজেডএইচ