শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৫, ১৬:২৭

হাইমচরের কৃতি সন্তান মহসিন শেখের পক্ষ থেকে সার্ক সাংবাদিক ফোরামের নব নির্বাচিত দপ্তর সম্পাদককে সংবর্ধনা

অনলাইন ডেস্ক
হাইমচরের কৃতি সন্তান মহসিন শেখের পক্ষ থেকে সার্ক সাংবাদিক ফোরামের নব নির্বাচিত দপ্তর সম্পাদককে সংবর্ধনা
ছবি : দুবাইয়ে সার্ক সাংবাদিক ফোরামের নব নির্বাচিত দপ্তর সম্পাদক শরীফুল ইসলামকে ফুলেল সংবর্ধনা।

চাঁদপুর জেলার হাইমচর উপজেলার কৃতি সন্তান এবং তরুণ প্রজন্মের আইডল, বর্তমানে দুবাইয়ে সফল ব্যবসায়ী মহসিন শেখ তাঁর নিজস্ব কোম্পানি "মহসিন শেখ টেকনিক্যাল সার্ভিস কোঃ এলএলসি" এর পক্ষ থেকে দুবাইয়ে সার্ক সাংবাদিক ফোরামের নব নির্বাচিত দপ্তর সম্পাদক শরীফুল ইসলামকে ফুলেল সংবর্ধনা প্রদান করেছেন।

দুবাইয়ের নাখিল সেন্টার সংলগ্ন বাহার আল জামাল টুরিজম এসএলসি অফিস কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়।

মহসিন শেখ দীর্ঘদিন ধরে দুবাইয়ে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। তিনি অল্প সময়ের মধ্যেই নিজেকে একজন সফল ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। পাশাপাশি তিনি দুবাইয়ে বসবাসরত অসহায় বাংলাদেশি প্রবাসীদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ফুলেল সংবর্ধনা অনুষ্ঠানে মহসিন শেখ বলেন, "আমার দুটি কোম্পানিতে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি শ্রমিক কাজ করেন। আমরা এখানে একটি পরিবারের মতো একসঙ্গে কাজ করি। সততা ও পরিশ্রমের মাধ্যমেই আমি আজকের এই অবস্থানে পৌঁছেছি।"

তিনি আরও বলেন, "আমি আশা করি, সার্ক সাংবাদিক ফোরামের নেতারা তাদের সর্বোচ্চ দিয়ে প্রবাসী অসহায় বাংলাদেশিদের পাশে দাঁড়াবে। আমি সবসময় সার্ক সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের পাশে আছি এবং যে কোনো প্রয়োজনে পাশে থাকব।"

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক বাংলা অধিকার পত্রিকার সম্পাদক সাগর চন্দ্র, চাঁদপুর জেলার হাইমচর উপজেলার ৩ নং আলগী দূর্গাপুর (দঃ) ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজি মো. রাশেদ, কিশোরগঞ্জের কৃতি সন্তান ও দুবাইয়ের সফল ব্যবসায়ী ইমরান হোসাইন, আলমগীর হোসেন, সবুজ হোসাইন, আকরাম মাহমুদ প্রমুখ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়