প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৭
আসমা আল-আসাদের বিবাহ বিচ্ছেদে উত্তাল সিরিয়া ও রাশিয়া
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের স্ত্রী আসমা আল-আসাদ তার স্বামীকে তালাক দেওয়ার আবেদন করেছেন বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে খবর প্রকাশিত হয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্ট জানায়, আসমা সম্প্রতি মস্কোর জীবনযাত্রা নিয়ে অসন্তোষ প্রকাশ করে রাশিয়ার আদালতে বিবাহ বিচ্ছেদের আবেদন করেছেন। একই সঙ্গে মস্কো ছাড়ার জন্য বিশেষ অনুমতি চেয়েছেন তিনি।
|আরো খবর
আসমার জীবনের ঝলক
লন্ডনে জন্ম নেওয়া এবং সেখানেই বেড়ে ওঠা আসমা আল-আসাদ ১৯৭৫ সালে সিরিয়ান বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেন। লন্ডনের কিংস কলেজ থেকে কম্পিউটার বিজ্ঞান ও ফরাসি সাহিত্যে ডিগ্রি অর্জন করার পর তিনি ব্যাংকিং পেশায় ক্যারিয়ার গড়েন। ২০০০ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদকে বিয়ে করেন আসমা। তাদের তিন সন্তান রয়েছে—হাফেজ, জেইন এবং করিম।
সিরিয়ার পরিস্থিতি ও বাশারের পরিণতি
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে বাশার আল-আসাদের শাসনের বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ শুরু হয়। সম্প্রতি হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) এবং বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে। উদ্ভূত পরিস্থিতিতে বাশার আল-আসাদ প্লেনে করে রাশিয়ায় পালিয়ে যান।
রাশিয়ায় গৃহবন্দি অবস্থায় আছেন বাশার। তার সম্পদ এবং অর্থ, যার মধ্যে রয়েছে ২৭০ কেজি সোনা, ২ বিলিয়ন ডলার এবং মস্কোতে ১৮টি অ্যাপার্টমেন্ট, রুশ কর্তৃপক্ষ জব্দ করেছে। পাশাপাশি, তাকে মস্কো ছাড়ার অনুমতি বা রাজনৈতিক কার্যক্রম পরিচালনার অনুমোদন দেওয়া হয়নি।
পরিবারের ভাঙন ও রাজনৈতিক পতন
আসমার এই পদক্ষেপ সিরিয়া ও রাশিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। সংবাদমাধ্যমগুলো জানায়, সিরিয়ার গৃহযুদ্ধ শুরুর পর থেকেই আসমা সন্তানদের নিয়ে লন্ডনে নির্বাসিত হতে চেয়েছিলেন। তবে বর্তমানে তার মস্কো ত্যাগের আবেদন রুশ কর্তৃপক্ষের মূল্যায়নাধীন রয়েছে।
বাশারের ভাই মাহের আল-আসাদও রাশিয়ায় প্রবেশের অনুমতি পাননি। তার অনুরোধ এখনো বিবেচনাধীন রয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
আসমা আল-আসাদের এই পদক্ষেপ সিরিয়ার রাজনৈতিক অস্থিরতা ও বাশার আল-আসাদের পতন ঘিরে নতুন অধ্যায় উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।