বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   সৌদি প্রবাসীদের অনলাইন প্রতারণা থেকে সতর্ক করলো বাংলাদেশ দূতাবাস
  •   বরিশালে কৃষক দলের হামলায় জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি পণ্ড
  •   শ্রীনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
  •   গুমের ভয়াবহ চিত্র: তদন্ত কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য
  •   চাঁপাইনবাবগঞ্জে দেয়ালে ‘জয় বাংলা’ লেখা স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তা

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২৩:৩৪

বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন না ফেরার দেশে

মো: জাকির হোসেন
বিশ্বখ্যাত তবলাবাদক ওস্তাদ জাকির হোসেন  না ফেরার দেশে
ছবি : সংগৃহীত

উপমহাদেশের অন্যতম প্রতিভাবান তবলা বাদক ওস্তাদ জাকির হোসেন আর আমাদের মাঝে নেই(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । রবিবার (১৫ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কী ঘটেছিল?

দীর্ঘদিন ধরে রক্তচাপের সমস্যায় ভুগছিলেন জাকির হোসেন। গত এক সপ্তাহ ধরে তিনি সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি ছিলেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওস্তাদ জাকির হোসেন কে?

* ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করা জাকির হোসেন ছিলেন একজন বিশ্বখ্যাত তবলা বাদক।

* তিনি তার বাবা ওস্তাদ আল্লা রাখা খানের কাছ থেকে তবলা বাজানো শিখেছিলেন।

* জাকির হোসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন।

* ভারতীয় ক্লাসিক্যাল সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচিত হতেন তিনি।

* ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান।

* পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

* নিউইয়র্কে থাকা অবস্থায় ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিনকে নিয়ে ব্যান্ডদল 'শক্তি' প্রতিষ্ঠা করেন জাকির হোসেন।

* ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সংগীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি।

* ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি।

শোকের ছায়া

ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে সারা বিশ্বের সংগীতপ্রেমীরা শোকাহত। তাঁর অবদান স্মরণ করে সকলেই শ্রদ্ধা জানাচ্ছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়