বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার
  •   অদৃশ্য রহস্যজনক আগুনে পুড়ছে ঘরবাড়ি : আতঙ্কে গ্রামবাসী
  •   বাশার আল আসাদের পতন: ৫৪ বছরের স্বৈরশাসনের অবসান
  •   ভারতকে কাঁদিয়ে যুব এশিয়া কাপের শিরোপা বাংলাদেশের
  •   প্রাথমিকে পোষ্য কোটা বাদ, মেধার ভিত্তিতে ৯৩ শতাংশ শিক্ষক নিয়োগ

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৪, ২০:৫৭

বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, যা জানা গেল

মো: জাকির হোসেন
বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, যা জানা গেল
মিহো নাকায়ামার( ছবি:সংগৃহীত)

Live

Channel 24

বিনোদন

A-AA+

বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, যা জানা গেল

বিনোদন ডেস্ক

প্রকাশিত : ২০:১৬, ০৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ২০:২০, ০৮ ডিসেম্বর ২০২৪

বাসা থেকে জনপ্রিয় অভিনেত্রীর মরদেহ উদ্ধার, যা জানা গেল

মিহো নাকায়ামার

বাসার বাথটাব থেকে মরদেহ উদ্ধার করা হলো জাপানি অভিনেত্রী ও সংগীতশিল্পী মিহো নাকায়ামারের। শুক্রবার (৬ ডিসেম্বর) টোকিওর বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয় তার। মৃত্যুকালে ৫৪ বছর বয়স হয়েছিল এ অভিনেত্রীর।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, শুক্রবার পরিচিত এক ব্যক্তি খুঁজছিলেন অভিনেত্রীকে। পরে একপর্যায়ে বাসার বাথটাবে দেখতে পান। এরপর প্যারামেডিকেলদের খবর দেয়া হলে তারা ঘটনাস্থলে এসে মৃত্যু নিশ্চিত করেন জাপানি তারকার।

ওই দিন জাপানের ওসাকা শহরে একটি ক্রিসমাস শোয়ে অংশ নেয়ার কথা ছিল অভিনেত্রী মিহো নাকায়ামার। কিন্তু স্বাস্থ্যগত জটিলতার কারণে সেই অনুষ্ঠানের শিডিউল বাতিল করেন তিনি। তবে মৃত্যুর পর এর কারণ তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।

এদিকে অভিনেত্রীর সংস্থা থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলা হয়েছে, মিহো নাকায়ামার আকস্মিক মৃত্যুতে আমরা হতবাক। তবে ঠিক কী কারণে মৃত্যু হয়েছে তার, এ বিষয়ে কিছু জানানো হয়নি বিবৃতিতে।

প্রসঙ্গত, ১৯৮০ এবং ৯০-এর দশকে একজন সংগীতশিল্পী হিসেবে সাফল্য লাভ করেন মিহো নাকায়ামা। জে-পপের প্রভাব এবং তারকা খ্যাতির কারণে ১৯৯৫ সালে ‘লাভ লেটার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এর মাধ্যমে অভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন তিনি।

১৯৮০ এর দশকে জাপানের অন্যতম একজন টিন আইডল ছিলেন মিহো নাকায়ামা। তবে বড়পর্দায় অভিষেকের পর তারকা খ্যাতি আরও বেড়ে যায় তার। তার অভিনীত ‘লাভ লেটার’ সিনেমা নিজ দেশ অতিক্রম করে আন্তর্জাতিকভাবেও প্রশংসিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়