প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৪, ২০:৪৬
মতলব উত্তর ও ছেংগারচর পৌর কৃষকদলের কার্যালয় উদ্বোধন
মতলব উত্তর উপজেলা ও ছেংগারচর পৌর কৃষকদলের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) সকালে ছেংগারচর বাজারস্থ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু ফিতা কেটে কার্যালয় উদ্বোধন করেন।
|আরো খবর
ছেংগারচর পৌর কৃষকদলের সভাপতি জাকির হোসেন দর্জির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের সঞ্চালনায় কার্যালয় উদ্বোধনের আগে সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের সদস্য অ্যাড. মফিজুল ইসলাম, চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, বিএনপি নেতা একেএম মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত কৃষকদলের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপুর নেতৃত্বে কৃষক দলের কার্যালয় থেকে মিছিল বের করেন। মিছিলটি শুরু করে ছেংগারচর বাজারের প্রধান সড়ক ও থানা সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।