প্রকাশ : ২৬ আগস্ট ২০২১, ০২:৪৩
সৌদি আরব চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিল
সৌদি আরব জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য চীনের সিনোভ্যাক ও সিনোফার্মের করোনা টিকার অনুমোদন দিয়েছে।
|আরো খবর
সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষ ইতিপূর্বে জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্না অনুমোদন দিয়েছিল ।
সিনোভ্যাক ও সিনোফার্মের অনুমোদন দেওয়ায় দেশটিতে অনুমোদিত টিকার সংখ্যা পৌঁছাল ছয়ে। মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ এই অনুমোদন দেয় বলে জানিয়েছে আরব নিউজ।
সৌদি আরব ২০২০ সালে করোনা মহামারি শুরুর পর থেকে হজ ও ওমরাহ স্থগিত রেখেছিল।তারপর চলতি বছর শুধুমাত্র নিজ দেশের টিকার ডোজ পূর্ণ করা নাগরিকদের হজ পালনের অনুমোদন দেয় দেশটির সরকার।
তারপর আগস্টের প্রথম দিকে সৌদি সরকার ঘোষণা করে- বাইরের দেশের যেসব নাগরিক ২০২১ সালে ওমরাহ পালনে ইচ্ছুক, তারা ৯ আগস্ট থেকে আবেদন করতে পারবেন।ঘোষণায় আরও বলা হয়, আবেদনকারীদের অবশ্যই টিকার ডোজ পূর্ণ করতে হবে এবং সৌদি আরব যেসব টিকার অনুমোদন দিয়েছে, সেসবের ডোজ নেওয়া আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এই ঘোষণার ফলে খানিকটা বিপাকে পড়েন বাংলাদেশসহ অনেক দেশের ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীরা। কারণ, অনেক দেশেই টিকাদান কর্মসূচিতে চীনের করোনা টিকা ব্যবহার করা হচ্ছে।উদাহারণ হিসেবে বলা যায়, বাংলাদেশের টিকাদান কর্মসূচিতে বর্তমানে ব্যবহৃত হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার-বায়োএনটেক, মডার্না ও সিনোফার্মের টিকা।
সৌদি সরকারের এই ঘোষণার ফলে সিনোফার্ম টিকার ডোজ নেওয়া বাংলাদেশিদের ওমরাহ পালনে আর বাধা রইল না।
সূত্র : আরব নিউজ