প্রকাশ : ১৫ জুলাই ২০২২, ১১:৪১
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘির পদত্যাগের ঘোষণা
ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দীর্ঘ ১৮ মাস প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন দ্রাঘি সরকার। সম্প্রতি আস্থা ভোটে পরাজয়ের পর প্রধানমন্ত্রী পদ থেকে সড়ে দাঁড়াতে ১৪ জুলাই এ ঘোষণা দেন সাবেক ব্যাংক অব ইতালির এই গভর্নর।
|আরো খবর
জানা গেছে, ওইদিন রাতে পদত্যাগ পত্র দিলেও রাষ্ট্রপতি সেরজো মাতারেল্লা এখনও তা চুরান্ত ভাবে গ্রহন করেননি।
দীর্ঘ পর্যবেক্ষণে দেখা গেছে, ইতালির রাজনীতিতে দীর্ঘদিন ধরে চরম অস্থিরতা বিরাজ করছে ফলে কোন ভাবেই সরকার গঠনে সংখ্যা গরিষ্ঠতা দীর্ঘস্থায়ী হচ্ছেনা। একের পর এক সরকার সেচ্ছায় পদত্যাগ করছেন। যার ফলে আবারও সরকার সংকটে পড়তে যাচ্ছে দেশটি।
এর আগে ২০১৯ সালে ২০ আগষ্ট পদত্যাগ করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তি। এবারও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় প্রধানমন্ত্রী দ্রাঘি সেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলেন।
১৩ ফেব্রুয়ারি ২০২১ সালে মারিও দ্রাঘি সরকার গঠন করার ১৮ মাসের মাথায় আবারও সরকার পরিবর্তনের ঘোষণা। দ্রাঘি সরকার অল্পদিনে সাধারন জনগনের মন জয় করতে সক্ষম হয়েছে বলে স্থানীয় অনেকেই এমন মন্তব্য করেছেন। তবে ইতালির রাজনীতিতে ফাইভ ষ্টার মুভমেন্ট বড় একটা ফ্যাক্ট যার প্রামানও দেখিয়েছেন।
২০১৮ সালের সাধারণ নির্বাচনে ফাইভ স্টার মুভমেন্ট দল পার্লামেন্টের এক তৃতীয়াংশ আসন পেয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ আলোচনা জন্ম দেন।