প্রকাশ : ২৩ জুলাই ২০২১, ২১:০২
ভারতের মহারাষ্ট্রে ভূমিধস : নিহত ৩৬
ভারতের মহারাষ্ট্রে ভূমিধসে ৩৬ জনের মৃত্যু ঘটেছে। টানা ক'দিনের ভারি বর্ষণে ব্যাপক ভূমিধস হয়, যাতে ৩৬ জন প্রাণ হারায়।
|আরো খবর
উদ্ধারকর্মীরা সেখানকার মানুষকে বাড়ির ছাদে কিংবা উঁচু স্থানে যাওয়ার অনুরোধ করছেন, যাতে হেলিকপ্টার থেকে তাদের উদ্ধার করতে সহজ হয়।
প্রবল বৃষ্টির কারণে গতকাল ৩টি স্থানে ভূমি ধসের ঘটনা ঘটে। একই জায়গা থেকে ৩২ জনের লাশ উদ্ধার করে উদ্ধার অভিযান টিমের সদস্যরা। বাকি ৪ জনের মরদেহ পাওয়া যায় আরেকটি স্থানে। এদিকে, টানা কয়েকদিন ধরে ভারি বৃষ্টি অব্যাহত থাকায় গতকাল ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইসহ রাজ্যের বেশ ক'টি জেলায় রেড এলার্ট জারি করা হয়েছে।
ভারি বৃষ্টি অব্যাহত থাকায় ডুবে গেছে বহু এলাকা, বিধ্বস্ত হয়েছে ঘরবাড়িসহ নানা স্থাপনা। গৃহবন্দি হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। বৃষ্টির কারণে ভবন ধসে গত রোববার মুম্বাইয়ে শিশুসহ ৩৩ জনের মৃত্যু হয়। টানা বৃষ্টিতে ভূমিধস, বাড়িঘর ভেঙে এবং বিদ্যুতায়িত হয়ে এসব মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।