বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারি লোহাগড় গ্রামে দুটি পুকুরে বিষ দিয়ে ১৫ লাখ টাকার মাছ নিধন
  •   গৃহবধূ আসমার খুনিদের বিচারের দাবিতে ফরিদগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  •   কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অভিযোগ
  •   হাজীগঞ্জের সন্তান অতিরিক্ত ডিআইজি জোবায়েদুর রহমানের ইন্তেকাল
  •   আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্য

প্রকাশ : ২০ নভেম্বর ২০২২, ১৭:১৫

চাঁদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার বর্ণিল উদ্বোধন

মিজানুর রহমান
চাঁদপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার বর্ণিল উদ্বোধন

চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে দুইদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২।

২০ নভেম্বর রোববার সকাল সাড়ে ১০টার দিকের জেলা প্রশাসনের আয়োজনে ভার্চ্যুয়ালি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন

শিক্ষামন্ত্রী ও চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য ডাঃ দীপুমনি।

এর আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে আয়োজিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়।

এসময় বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।

পরে জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন।

বিশেষ অতিথির বক্তৃতা দেন পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএমবার,

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের নির্বাচিত কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এমএ ওয়াদুদ,চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান,চাঁসক অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ,পুরাণবাজার ডিগ্রি কলেজ অধ্যক্ষ রতন কুমার মজুমদার, সিভিল সার্জন মোহাম্মদ সাহাদাৎ হোসেন ও প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ।

জেলা প্রশাসক জানান, প্রযুক্তি-বান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে এবং সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে এ মেলার আয়োজন। ৭০টি স্টলে ডিজিটাল সেবা প্রদানকারী বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। এছাড়া চারটি প্যাভিলিয়নে উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম প্রদর্শন করানো হচ্ছে।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক অতিথিদের সঙ্গে নিয়ে মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন। এ সময় নিজ নিজ উদ্ভাবন সম্পর্কে অতিথিদের অবগত করেন স্টল প্রধানরা।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় ডিজিটাল সেবা, উদ্ভাবনী উদ্যোগ, দক্ষতা উন্নয়ন এবং হাতের মুঠোয় সেবা - এ চার ক্যাটাগরিতে ৪টি প্যাভিলিয়ন রাখা হয়েছে। এ বছর মেলায় মোট ৭০টি স্টলে জেলার ৮ উপজেলা প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা ডিজিটাল উদ্ভাবনী প্রজেক্ট নিয়ে অংশগ্রহণ করছে।

আজ ২১ নভেম্বর বিকাল চারটায় মেলার সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ মেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়