সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:৫১

এসেসমেন্টবিহীন ফিজিওথেরাপি কি কার্যকর?

মোহাম্মদ আলাউদ্দিন
এসেসমেন্টবিহীন ফিজিওথেরাপি কি কার্যকর?

আজকাল অনেকেই শরীরের ব্যথা, জয়েন্টের সমস্যা বা পেশী টান ধরলে সরাসরি ফিজিওথেরাপি নিতে চলে যানÑকিন্তু একটি গুরুত্বপূর্ণ ধাপ উপেক্ষা করেন : অংংবংংসবহঃ বা মূল্যায়ন। প্রশ্ন হলো, এসেসমেন্ট ছাড়া কি ফিজিওথেরাপি কার্যকর হতে পারে? উত্তর হলোÑনা, বরং এটি অনেক সময় বিপজ্জনক হতে পারে। ফিজিওথেরাপি কেবল ‘মেশিন দেওয়া’ বা ‘ব্যায়াম করানো’ নয়। এটি একটি বৈজ্ঞানিক চিকিৎসা প্রক্রিয়া, যেখানে প্রথম ধাপই হলো রোগীর পূর্ণাঙ্গ এসেসমেন্ট। একজন ফিজিওথেরাপিস্ট রোগীর ইতিহাস, ব্যথার ধরন, পেশীর শক্তি, জয়েন্টের নড়াচড়া, স্নায়বিক অবস্থা এবং প্রয়োজনে রিপোর্ট বিশ্লেষণ করে সমস্যার মূল কারণ নির্ধারণ করেন। এসেসমেন্ট ছাড়া চিকিৎসা মানে অন্ধভাবে চিকিৎসা। দুইজন রোগীর একই জায়গায় ব্যথা থাকলেও একজনের হতে পারে ডিস্ক বাল্জ, আরেকজনের পেশীর টান ধরার কারণে। একই চিকিৎসা দিলে এক জনের উপকার হলেও অন্য জনের ক্ষতি হতে পারে। এসেসমেন্টের ফল অনুযায়ী ফিজিওথেরাপিস্ট ঠিক করেন কোন মেশিন বা ম্যানুয়াল থেরাপি লাগবে, কোন ব্যায়াম নিরাপদ ও কার্যকর, চিকিৎসা কতদিন চলবে এবং কিভাবে ধাপে ধাপে অগ্রগতি হবে। এই পরিকল্পিত চিকিৎসাই স্থায়ী আরাম ও পুনর্বাসন দেয়। এসেসমেন্টবিহীন চিকিৎসায় ঝুঁকি অনেক ব্যথা বেড়ে যেতে পারে, নতুন ইনজুরি তৈরি হতে পারে, সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে, এমনকি পেশী দুর্বলতা বা বিকৃতি দেখা দিতে পারে। গবেষণায় দেখা গেছে, ঊারফবহপব-নধংবফ চযুংরড়ঃযবৎধঢ়ু সবসময় রোগীর এসেসমেন্ট ও লক্ষ্যভিত্তিক চিকিৎসার উপর নির্ভর করে। তাই ফিজিওথেরাপিতে প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সঠিক এসেসমেন্ট। এসেসমেন্ট ছাড়া চিকিৎসা শুরু করা মানে রোগীর আসল সমস্যাকে উপেক্ষা করা। মনে রাখুনÑ“ঘড় অংংবংংসবহঃ, ঘড় ঞৎবধঃসবহঃ.” ফিজিওথেরাপি শুরু হোক বিজ্ঞতা ও বৈজ্ঞানিক মূল্যায়নের মাধ্যমে।

এখন প্রশ্ন আসে এসেসমেন্ট যে করবে তার যোগ্যতা কী হবে? বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইন-২০১৮ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে “ব্যাচেলর অব ফিজিওথেরাপি (ইচঞ)” বা “ব্যাচেলর অব সাইন্স ইন ফিজিওথেরাপি “ (বিএসপিটি) ডিগ্রিধারীগণই কেবল মাত্র ফিজিওথেরাপিস্ট। এরকম একজন ফিজিওথেরাপিস্টই কেবলমাত্র এসেসমেন্ট করার যোগ্যতা রাখে।

মোহাম্মদ আলাউদ্দিন : কনসালটেন্ট ফিজিওথেরাপিস্ট, সেবা ফিজিওথেরাপি সেন্টার, চাঁদপুর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়