প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৫, ২২:৩৫
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সাথে সনাকের অ্যাডভোকেসি সভা
সেবা প্রদানের ক্ষেত্রে সনাক কর্তৃক চিহ্নিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে
---- একেএম আমিনুল ইসলাম

জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চাঁদপুরের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক)-এর অ্যাডভোকেসি সভা বুধবার (২৯ অক্টোবর ২০২৫) সকালে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়, চাঁদপুর-এর উপ-পরিচালক একেএম আমিনুল ইসলাম।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সনাকের পক্ষ থেকে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের যে সমস্যাগুলো উপস্থাপন করা হয়েছে সেগুলোর অনেকটাই সত্যতা রয়েছে। ইউনিয়নভিত্তিক স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জনগণের ঔষধের চাহিদা অনেক বেশি। কিন্তু চাহিদার তুলনায় ঔষধ সরবরাহ অপ্রতুল। সেবা প্রদানের ক্ষেত্রে চিহ্নিত সমস্যাগুলোর দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, এ ধরনের এসিজি গ্রুপ যদি সারা বাংলাদেশে থাকে তাহলে স্বাস্থ্যসেবা খাতের আরও বেশি উন্নয়ন হবে। তৃণমূল থেকে যারা সেবা নিতে আসেন তারা খুবই দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। তাদের কাছ থেকে সেবার বিনিময়ে কোনো টাকা নেয়া যাবে না। আমরাও চাই প্রত্যেকেই জবাদিহিতার আওতায় আসুক। এসিজির কার্যক্রমের ফলে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। তিনি আরও বলেন, আপনারা সবসময় আমাদের জবাবদিহিতার আওতায় রাখবেন এই প্রত্যাশা করছি। সনাকের কাছ থেকে যে সমস্যাগুলো উত্থাপিত হয়েছে তা দ্রুততার সাথে সমাধান করার জন্যে তিনি সহকর্মীদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, জনবল সংকটের কারণে সেবা প্রদানে অনেক বিঘ্ন ঘটছে। অবকাঠামোর পাশাপাশি ঔষধ স্বল্পতাও অনেক। তিনি সনাকের কর্মকাণ্ড আরও ব্যাপকভাবে চারদিকে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করেন। পাশাপাশি সনাকের মাধ্যমে পরিচ্ছন্ন একটি সমাজ ব্যবস্থা ফিরে পাবার আশাবাদ ব্যক্ত করেন। সনাকের এসিজি গ্রুপ খুবই দক্ষতার সাথে তাদের কার্যক্রগুলো বাস্তবায়ন করছে। তিনি সনাকের এসিজি গ্রুপকে স্থানীয় সেবা প্রদানকারী কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সমস্যাগুলো সমাধানের উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানান। তিনি এ ধরনের মতবিনিময় সভা করার জন্যে সনাককে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে সনাক চাঁদপুরের সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, সেবাগ্রহীতাদের প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা ব্যাপক। আমরা শুধুমাত্র আপনাদের সমালোচনা বা সমস্যা বের করার জন্যে কাজ করছি না। আমরা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সেবাদাতা ও সেবাগ্রহীতাদের মধ্যে সেতুবন্ধন তৈরির মাধ্যমে একটা সুসম্পর্ক তৈরিতে কাজ করছি। সাধারণ জনগণ যাতে সঠিকভাবে সেবা পায় সেজন্যে সনাক এসিজি গ্রুপের মাধ্যমে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি কাজী শাহাদাত। স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার। এছাড়া উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন ইউএফপিও মো. রবিউল ইসলাম, এডিসিসি ডা. শাহরিন আফরিন, মৈশাদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রিক এসিজি সদস্য আল আমিন ভূঁইয়া ও সহ-সমন্বয়কারী মো. ফখরুল খান। এছাড়া মৈশাদী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. আল আমিন, পরিবার কল্যাণ পরিদর্শিকা পারুল আক্তার, রামপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. নজরুল ইসলাম, পরিবার কল্যাণ পরিদর্শিকা রিফাত জেরিন সুলতানা, পরিবার কল্যাণ সহকারী মৌসুমী আকতার, ইয়েস গ্রুপের সহ-দলনেতা জান্নাতুল ফেরদাউস, সদস্য অর্ণব সাহা উপস্থিত ছিলেন।








