প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮
সিভিল সার্জনের সাথে সনাক-এসিজির মতিবিনিময়
সনাকের পক্ষ থেকে যে সকল সমস্যা ও পরামর্শ এসেছে তা সমাধানের উদ্যোগগ্রহণ করা হবে : ডাঃ মো. নুর আলম দীন
সিভিল সার্জন, চাঁদপুরের সাথে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ ডিসেম্বর বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্রিক কমিউনিটি অ্যাকশন মিটিংয়ের মাধ্যমে ওই এলাকার জনসাধারণের কাছ থেকে পাওয়া সমস্যা ও পরামর্শগুলো তুলেন ধরেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা।
|আরো খবর
মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. নুর আলম দীন বলেন, প্রতিটি ইউনিয়নে একটি করে উপ-স্বাস্থ্য কেন্দ্র থাকার কথা। কিন্তু প্রতিটি ইউনিয়নে উপ-স্বাস্থ্য কেন্দ্র নেই। যে ক'টি আছে সেগুলোতে বরাদ্দ খুবই কম। ইতোমধ্যে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রের জন্যে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। সেবাগ্রহীতাদের কাছ থেকে যে সকল সমস্যা ও পরামর্শ এসেছে তা সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলোর অব্যবস্থাপনা এবং একই মূল্য তালিকা নির্ধারণের জন্যে সামাজিক আন্দোলনের কোনো বিকল্প নেই। প্রত্যেকটি স্বাস্থ্য কমপ্লেক্সেই নরমাল ডেলিভারি সেবা প্রদানের সুব্যবস্থা রয়েছে। আপনারা যে সমস্যা ও পরামর্শগুলো উপস্থাপন করেছেন, আশা করছি সমস্যাগুলোর সমাধান করা সম্ভব। আর যে সমস্যাটি সমাধান করা সম্ভব নয় তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ গ্রহণ করা হবে। তিনি সনাক-টিআইবির এ ধরনের কার্যক্রমগুলোর প্রশংসা করেন। তিনি সবাইকে ধন্যবাদ জানান।
টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য ডা. মো. মিজানুর রহমান।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, চাঁদপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সনাক-চাঁদপুর কাজ করে যাচ্ছে। সেবাগ্রহীতাদের প্রত্যাশা ও প্রাপ্তির জায়গাটা অনেক বেশি। তিনি বলেন, স্বাস্থ্য বিভাগেরও সীমাবদ্ধতা রয়েছে। সেই সীমাবদ্ধতার মধ্যে থেকেও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর সেবার মান আরেকটু বৃদ্ধি করার আহ্বান জানান তিনি।
স্বাস্থ্যসেবা উন্নত না হলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়। আমরা স্বাস্থ্যসেবা দাতা ও গ্রহীতাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরির জন্যে কাজ করছি। তিনি মতবিনিময় সভায় উপস্থিত হওয়ার জন্যে সবাইকে ধন্যবাদ জানান।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মো. সাখাওয়াত হোসেন, ডা. মো. আব্দুল্লাহ আল জুবায়ের, সনাক সদস্য মো. আব্দুল মালেক, মোহাম্মদ আসিফ-উল-ইসলাম, হানারচর উপ-স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মো. ইমাম হোসেন, এসিজি গ্রুপের সদস্যবৃন্দ, ইয়েস সদস্যবৃন্দ ও সিভিল সার্জন অফিসের কর্মচারীবৃন্দ।