বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৪, ১৫:৪০

ফরিদগঞ্জে কোডেক-এর ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রবীর চক্রবর্তী
ফরিদগঞ্জে কোডেক-এর  ফ্রি মেডিকেল ক্যাম্প
ফরিদগঞ্জে কোডেক-এর ফ্রি মেডিকেল ক্যাম্প

বন্যায় ক্ষতিগ্রস্ত ও বিভিন্ন রোগাক্রান্ত মানুষের জন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে এনজিও কোডেক। শুক্রবার (২৫ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ বন্যায় ক্ষতিগ্রস্ত কেরোয়া এলাকায় নিউ আইডিয়েল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসায় এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে ব্যবস্থাপত্র প্রদান ছাড়াও ঔষধ বিতরণ করে আয়োজকগণ। সকালে মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন কালে কোডেক-এর জোনাল ম্যানেজার আব্দুল মান্নান মোল্লা, এরিয়া ম্যানেজার আব্দুস সালাম, ফরিদগঞ্জ ব্রাঞ্চ ম্যানেজার হেমায়েত উদ্দিন, ফিল্ড অফিসার মোঃ হোসেন ও মোঃ সায়েদলু ইসলাম, বিদ্যালয়ের পরিচালক ও প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেন মিন্টু এবং পরিচালনা কমিটির সদস্য আলাউদ্দিন মিয়াজী উপস্থিত ছিলেন। এই ক্যাম্পের মাধ্যমে ২ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় ।

কোডেক-এর ব্রাঞ্চ ম্যানেজার হেমায়েত উদ্দিন জানান, টানা বর্ষণে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মারাত্মক জলাবদ্ধতা তথা বন্যার মতো অবস্থা হয়েছিল। তাই আমরা ক্ষতিগ্রস্ত ও রোগাক্রান্ত মানুষজনকে চিকিৎসা সেবা দেয়ার জন্যে ফ্রি মেডিক্যাল ক্যাম্প আয়োজন করেছি। আমাদের সহযোগিতা করেছেন নিউ আইডিয়েল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসা কর্তৃপক্ষ। আমরা বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা প্রদান ছাড়াও ঔষধ প্রদান করেছি।

নিউ আইডিয়েল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদ্রাসার প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন জানান, আমাদের এই এলাকায় টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিপূর্বে আমরা খাবারের ব্যবস্থা করেছিলাম। আজ এনজিও কোডেক-এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদানের চেষ্টা করেছি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়