প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৯:০১
মতলব দক্ষিণে তিনদিন ব্যাপী খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক স্কুল ক্যাম্পেইনের উদ্বোধন
বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিউন বারটান এর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের (নোয়াখালী) এর উদ্যোগে মতলব দক্ষিণে তিন দিন ব্যাপী স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের মাঝে খাদ্য ভিত্তিক পুষ্টি বিষয়ক স্কুল ক্যাম্পেইন/মেলা এর উদ্বোধন করা হয়েছে।
|আরো খবর
আজ ১ অক্টোবর বেলা ১টায় মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকতা ফাতিমা সুলতানা। বারটান চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নুর আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা চৈতন্য পাল। বক্তব্য রাখেন মতলবগঞ্জ জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন মজুমদার। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান।
কৃষি মন্ত্রনালয়ের কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদার করন প্রকল্প (বারটান) এর বাস্তবায়নে উপজেলা ভিত্তিক পুষ্টি গ্রামের শিক্ষার্থীদের মাঝে খাদ্য পুষ্টি বিষয়ক (ফলিত পুষ্টি) স্কুল ক্যাম্পেইন/ পুষ্টি মেলা অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় গতকাল থেকে তিন দিন ব্যাপী তিনটি প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে এ স্কুল ক্যাম্পেইন মেলা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দিনে মতলবগঞ্জ জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থী, ২য় দিনে অংশ গ্রহণ করবেন মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থী এবং তৃতীয় দিনে রয়মনেন নেছা মহিলা কলেজের ৬০জন শিক্ষার্থী অংশ গ্রহণ করবেন।
এছাড়া প্রথম দিনে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি বিজয়ী তিনজনের মাঝে ক্রেষ্ট ও শিক্ষার্থীদের মাঝে পুষ্টি প্লেট বিতরণ করেন।