শুক্রবার, ০১ নভেম্বর, ২০২৪  |   ২৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২১, ২৩:০৪

মঙ্গলবার চাঁদপুরে ১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২ : সংক্রমণের হার ৮.৯৮

অনলাইন ডেস্ক
মঙ্গলবার চাঁদপুরে ১৬ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২ : সংক্রমণের হার ৮.৯৮

গতকাল ৭ সেপ্টেম্বর মঙ্গলবার চাঁদপুর জেলায় ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিন ৫২ জনকে সুস্থ ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। গতকাল ১৭৮ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৮.৯৮ শতাংশ। এছাড়া গত ২৪ ঘন্টায় চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত দুজন হলেন নূরুল ইসলাম (৫৫) ও খোরশেদা বেগম (৬৫)।

চাঁদপুর শহরের পুরাণবাজার মদিনা মসজিদ এলাকার নূরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে গত ৩ সেপ্টেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৭ সেপ্টেম্বর রাতে মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্ত হয়ে অপর মৃত খোরশেদা বেগমের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার গোয়ালভাওর এলাকায়। তিনি ৩ সেপ্টেম্বর বিকেলে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় গতকাল ৭ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।

নতুন শনাক্ত হওয়া ১৬ জন হচ্ছে : চাঁদপুর সদরে ৪, হাজীগঞ্জে ৫, শাহরাস্তিতে ৩, মতলব উত্তরে ১, হাইমচরে ২ ও ও ফরিদগঞ্জ উপজেলায় ১ জন। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র থেকে আরো জানা যায়, গতকাল সোমবার পর্যন্ত জেলায় করোনায় মোট আক্রান্ত হয়েছে ১৪ হাজার ৬শ’ ১৯ জন। এর মধ্যে মারা গেছেন ২৩৪ জন, সুস্থ হয়েছেন ১৪,১১৩ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৭২ জন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়