রবিবার, ১০ নভেম্বর, ২০২৪  |   ৩২ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   দেবর-ভাবীর পরকীয়ায় বলি হলো দেবর
  •   হেরেম শরীফে নামাজ শেষে দুর্ঘটনায় আহত কামরুজ্জামান মারা গেছেন
  •   শাহবাগে অবস্থান ও ঋণ দেয়ার নামে চাঁদা আদায়কালে ফরিদগঞ্জে আটক দুই।। মুচলেকা দিয়ে ছাড়
  •   হাজীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
  •   প্রেমে ব্যর্থতায় দু কিশোরের আত্মহত্যা

প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ১৯:১২

অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা

প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগী

মিজানুর রহমান
অতিরিক্ত রোগীর চাপে হাসপাতালে হিমশিম অবস্থা

দেশের বিভিন্ন স্থানের মত চাঁদপুরেও দিনদিন ডেঙ্গু পরিস্থিতি অবনতি হচ্ছে। হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে প্রতিদিন ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাসায় থেকেও চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। এখানে মৃত্যু না হলেও আক্রান্ত বাড়ছে। হাসপাতালে নিয়মিত রোগীর পাশাপাশি ডেঙ্গু রোগীর চিকিৎসাসেবা দিতে হাসপাতালেরই এখন হিমশিম অবস্থা। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালটি আড়াই'শ শয্যার হলেও সাড়ে ৩০০ থেকে ৪০০ ভর্তি রোগী চিকিৎসা নিচ্ছে। রোগীর অস্বাভাবিক চাপ বৃদ্ধি পাওয়ায় বেড না পেয়ে বাড়তি রোগীকে ফ্লোরে রেখে চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেকেই এই হাসপাতালে ভর্তি হচ্ছেন বলে জানা যায়। সোমবার দুপুরে চাঁদপুর জেনারেল হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, নির্ধারিত পুরুষ ১৬টি শয্যায় ২৯ জন,ডেঙ্গু মহিলা ওয়ার্ডে ৮টি শয্যার বিপরীতে ১৩জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তবে শয্যার চেয়ে রোগী বেশি হওয়ায় অতিরিক্ত রোগীদের সাধারণ ওয়ার্ডের ফ্লোরে চিকিৎসা দেওয়া হচ্ছে। আড়াই'শ শয্যার চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমান জানান, হাসপাতালে এসে পরীক্ষা-নিরীক্ষার পর যাদের শরীরে ডেঙ্গু শনাক্ত হয় তাদের ভর্তি দিয়ে এখানেই চিকিৎসার দিচ্ছেন। এ পর্যন্ত ১৯৯ জন ডেঙ্গু আক্রান্ত রুগী ভর্তি হয়েছে। গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছে ৪২ জন। তত্ত্বাবধায়ক বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা আরো বাড়তে পারে। আমরা বেড সাজিয়েছি। আরো বেশি রোগী আসলে সামাল দিতে পারবো না। কিছু রোগীকে বেড দিতে পারব অন্যদের ফ্লোরে রেখেই চিকিৎসা দিতে হবে। এমনিতেই হাসপাতালে রোগীর চাপ বেশি,তার সাথে ডেঙ্গু রোগী। রোগীগুলো যাবে কোথায় সিট না থাকলেও মানবিক কারণে তাদের চিকিৎসা ব্যবস্থা করা হচ্ছে। এদিকে, চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন জানান, চাঁদপুর জেলা হাসপাতাল সহ উপজেলার অন্যান্য হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত ১১৬ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে চাঁদপুর জেলা হাসপাতালে ৪২, ফরিদগঞ্জে ১৩,শাহারাস্তিতে ১০,কচুয়ায় ১২, হাজীগঞ্জে ৮,মতলব দক্ষিণে ১৮,মতলব উত্তরে ৮ ও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫জন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়