প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ২০:২৯
শাহরাস্তি বিএনপির ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন
করোনা মোকাবেলায় জনগণের পাশে দাঁড়াতে ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেছে শাহরাস্তি উপজেলা বিএনপি। আজ শনিবার বিকেলে সাবেক মেয়র মোস্তফা কামালের ঠাকুর বাজারস্হ অফিসে এ কার্যক্রমের উদ্বোধন করেন ড. আলমগীর কবির পাটোয়ারী। সেবা কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আলমগীর কবির পাটোয়ারী বলেন, এ করোনা কালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। বিএনপি সবসময়ই জনগণের সঙ্গে ছিল এবং আগামীতে ও জনগণের মাঝে থেকে কাজ করবে। কোন কিছু পাওয়ার আশায় নয় বিএনপিকে ভালোবাসি তাই যে কোন সময় আপনারা আমাকে স্বরণ করলেই পাশে পাবেন। শাহরাস্তি পৌর বিএনপির সাবেক সভাপতি শেখ বেলায়েত হোসেন সেলিমের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান পাটোয়ারীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোঃ মোস্তফা কামাল, হাজিগঞ্জ উপজেলা বিএনপির নেতা মাহমুদ হোসেন মোল্লা, আবুল বাশার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাইফুল করিম মিনার, বিএনপির নেতা কাজী জাহাঙ্গীর আলম, মনির হোসেন মিন্টু, আনিছুর রহমান অনুজ আনসারুল ইসলাম বাবুল প্রমূখ।