বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৪ আগস্ট ২০২১, ২০:১৯

হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি
হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন

হাইমচরে করোনায় আক্রান্ত অহসায় মুমূর্ষু রোগীদের ফ্রি অক্সিজেন সেবা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। করোনা রোগীদের ফ্রি অক্সিজেন সেবা দেওয়ার লক্ষ্যে ৪টি হটলাইন নাম্বার চালু করেছেন। নাম্বার গুলো হলো হলো

০১৮১৪৪৩৯০৯০,০১৮১৮৯৮৪৫৭৫,০১৭১৩৬২৭৩০৭,০১৭৬৬৫৯৪১৮১ এই নাম্বার গুলোতে ফোন করলেই পৌছে যাবে হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অক্সিজেন সেবা।

শনিবার ১৪ আগষ্ট উপজেলা পরিষদ হলরুমে বিনামূল্যে অক্সিজেন সেবা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহি অফিসার চাই থোয়াইহলা চৌধুরী। এসময় তিনি বলেন, যথেষ্ট পরিমান অক্সিজেন সিলেন্ডার রয়েছে আমাদের হাইমচরে। আশা করছি আমরা ঐরকম খারাপ অবস্থায় পড়বোনা। আমাদের এসিল্যান্ড মহোদয়, ইউএইচপি মহোদয়, উপজেলা চেয়ারম্যান মহোদয়সহ বিভিন্ন জনপ্রতিনিধিরা এবং সংগঠনগুলো করোনা প্রতিরোধে কাজ করছেন। আমরা সকলে মিলে কাজ করে এ মহামারি দূর্যোগ কাটিয়ে উঠবো। হাইমচরে যে সকল সংগঠনগুলো অক্সিজেন সেবা দিয়ে আসছে তাদের সকল স্বেচ্চাসেবীদের নিয়ে হাইমচরে প্রশিক্ষনের বিষয়ে স্বাস্থ্যকমপ্লেক্সের ইউএইচপির সাথে আলাপ আলোচনা করে প্রশিক্ষনের ব্যবস্থা করবো। যাতে করে স্বেচ্চাসেবীরা সঠিক ভাবে করোনা রোগীদের অক্সিজেন সেবা দিতে পারে। তিনি বলেন, সরকার অসহায় দরিদ্রদের খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নাম্বার খুলেছেন। ৩৩৩ এ ফোন করলেই আমরা উপজেলা পরিষদ থেকে খাদ্য সহায়তা দিচ্ছি। ৩৩৩ এ ফোন করে হাইমচরে তেমন কোন খাদ্য সহায়তা চাওয়া হয়না। আমরা উপজেলা পরিষদ থেকে ইতিমধ্যে রিক্সাচালক, হতদরিদ্রদেরকে খাদ্য সহায়তা দিয়েছি। হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশন অক্সিজেন সেবা নিয়ে করোনা রোগীদের পাশে দাড়ানোয় সংগঠনের সকলকে তিনি অভিনন্দন জানান।

হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা হাইমচর সরকারি কলেজের অধ্যক্ষ্য মনোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, হাইমচর স্বাস্থ্যকমপ্লেক্স মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের উপদেষ্টা নীলকমল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোশারফ হোসেন, হাইমচর প্রেসক্লাব সাধারণ সম্পাদ আব্দুর রহমান রিয়াদ, সংগঠনের কর্যকরি কমিটির সদস্য একটি বাড়ি একটি খামার প্রকল্পের সমন্বয়ক জিল্লুর রহমান জুয়েলপ্রমুখ। বক্তারা বলেন, হাইমচর ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী শাহাদাত হোসেনের সহযোগীতায় করোনা রোগীদের বিনামূল্যে সেবা দেয়ার জন্য ৮টি অক্সিজেন সিলেন্ডারের ব্যবস্থা করা হয়েছে। আমাদের এ সংগঠনটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে হাইমচরের অসহায়, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে আসছে। অক্সিজেন সিলেন্ডার কার্যক্রম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন, সংগঠনের সদস্য মোতাহার হোসেন স্বপন, জুলহাস হোসেন গাজি, শাখাওয়াত হোসেনসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়