বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪  |   ২৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুরে রাজনৈতিক মামলায় আসামীদের আটক অভিযান অব্যাহত। যুবলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৫ নেতা-কর্মী আটক
  •   ছেঁড়া তারে প্রাণ গেল যুবকের
  •   চাঁদপুরে গণঅধিকার পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
  •   রাজধানীতে কচুয়ার কৃতী সন্তানদের সংবর্ধনা
  •   সম্প্রীতির চমৎকার নিদর্শন আমাদের বাংলাদেশ --------------জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন

প্রকাশ : ১৩ আগস্ট ২০২১, ২২:১৩

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীর চাপ কমেছে

মিজানুর রহমান
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে রোগীর চাপ কমেছে

চাঁদপুরে সরকারি জেনারেল হাসপাতালে করোনা রোগীর চাপ কিছুটা কমেছে। তবে করোনা উপসর্গে ভর্তি হওয়া কোন রোগীকে ফ্লোরে চিকিৎসা দেয়া হচ্ছে না।হাসপাতালের নির্ধারিত কেবিন ইউনিটকে(পেয়িং বেড) করোনা ওয়ার্ড করা হয়েছে।

হাসপাতালের স্টাফ আল আমিন জানান, এখন ফ্লোরে কোন রোগী নেই। কেবিন ব্লকে করোনা রোগীকে সীট দেয়া হয়েছে। আরএমও স্যারের নির্দেশনায় আমরা করোনা রোগীর চিকিৎসা সেবায় কাজ করে যাচ্ছি।

বর্তমানে এ হাসপাতালের দ্বিতীয় ও তৃতীয় তলা এবং কেবিন ওয়ার্ড এই তিন জায়গায় করোনা উপসর্গ এবং পজিটিভ রোগীর চিকিৎসা কার্যক্রম চলছে।১৩ আগস্ট শুক্রবার বিকালে সরেজমিনে হাসপাতাল ঘুরে এমন চিত্রই দেখা গেছে।

দু’দিন আগেও হাসপাতালের জরুরি বিভাগের সামনে করোনা রোগী বহনে অ্যাম্বুলেন্সের দীর্ঘ সারি থাকলেও এমন দৃশ্য চোখে পড়েনি। হাসপাতালের সামনে স্বজনদেরকেও উদ্বিগ্ন হয়ে এদিক সেদিক তেমন ছুটোছুটি করতে দেখা যায়নি। মাঝে মাঝে দু’একজন রোগী জরুরি বিভাগে আসছে।

মুমূর্ষু রোগী হলে ভর্তি দেয়া হচ্ছে প্রেসক্রিপশন লিখে দিয়ে বাসায় নিয়ে আপাতত চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকরা।

জেলা হাসপাতালে এখনো প্রায় দেড়'শর বেশি রোগী রয়েছে।শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত আরো ৮ জন মারা গেছে।

এমন তথ্য হাসপাতালের করোনা ওয়ার্ডে থাকা নার্স ও স্টাফরা জানিয়েছে।

করোনা উপসর্গ নিয়ে রোগী ভর্তির চাপ কমলেও করোনা ওয়ার্ডে মৃত্যু থামছে না।

সামনের দিনগুলো পরিস্থিতি কেমন হয়, আল্লাহ পাকই ভালো জানেন। তবে, করোনার এই মহামারিতে সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়া কোন উপায় নেই। এক্ষেত্রে মানুষকে অবশ্যই সচেতন হতে হবে, এমনটাই বলছেন স্থানিয় বিশেষজ্ঞ মহল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়