শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪  |   ২৩ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   মুক্তিযোদ্ধা কমান্ডারের পুত্রবধূ মাদকসহ যৌথ বাহিনীর হাতে আটক।
  •   মহাখালীতে ট্রেন থামিয়ে শিক্ষার্থীদের হামলা, শিশুসহ কয়েকজন রক্তাক্ত
  •   কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শিক্ষক লাঞ্ছনা ও ভাংচুরের ঘটনা গৃদকালিন্দিয়া কলেজে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ॥ পাঠদান স্থগিত
  •   চট্টগ্রামে মধ্যরাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে অর্থদাতাসহ দুজন গ্রেপ্তার।
  •   রাষ্ট্রীয় পদে আসীন হচ্ছেন খবরে আসামিপক্ষে শুনানি করলেন না সমাজী।

প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৩, ০৯:১১

সেই স্যাকমোকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর

এমরান হোসেন লিটন
সেই স্যাকমোকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর

নোয়াখালী জেলার হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর স্বাস্থ্য সহকারী (স্যাকমো) মোঃ হেলাল উদ্দিনকে কারন দর্শানো নোটিসসহ নোয়াখালীর ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। সে দীর্ঘদিন নিজেকে শিশু, মেডিসিন, গাইনি চর্ম-যৌন ও বাত ব্যাথা রোগের বিশেষজ্ঞ ডাক্তার পরিচয়ে ফরিদগঞ্জ উপজেলার কামতা বাজারের রওশন আরা মেডিকেল হলে চিকিৎসক সেজে সাধারণ মানুষের চোখে ধুলো দিয়ে রোগী দেখছে। এভাবে রোগী দেখে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছিলেন।

এ বিষয়ে রোববার জেলার বহুল প্রচারিত দৈনিক চাঁদপুর কন্ঠ পত্রিকায় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। পরে কর্তৃপক্ষ যুুক্তিগত প্রমান সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেয়। হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা খাদিজা রহমান জানান, হেলাল উদ্দিনের বিরুদ্ধে দায়িত্বে ফাঁকি ও অপব্যবহার করার অপরাধে তার উপর এ ব্যাবস্থা নেওয়া হয়েছে। তাকে ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্পে সরিয়ে নেওয়া হয়েছে।

নোয়াখালী জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখার জানান, হেলাল উদ্দিনের বিষয়ে অবগত হয়ে তাকে কারন দর্শানোর নোটিশসহ ভাসান চরের রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হয়েছে। মূলত; হেলাল উদ্দিন উপ-স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারি। সে সরকার নির্দেশিত নির্ধারিত কিছু ওষধ সেবনের নির্দেশনা দিতে পারবে। নিজেকে ডাক্তার পরিচয় দিতে পারবে না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়